পোস্টার বিতর্কে মুখ খুললেন আমির, আশা করছেন সিনেমা দেখলেই দর্শকরা বুঝবেন

Updated By: Aug 7, 2014, 08:14 PM IST
পোস্টার বিতর্কে মুখ খুললেন আমির, আশা করছেন সিনেমা দেখলেই দর্শকরা বুঝবেন

পোস্টার প্রকাশিত হওয়ার পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। যদিও, পিকে ছবির পক্ষ থেকে বলা হয়েছে আমিরের নগ্ন পোস্টার কোনও পাবলিসিটির জন্য নয়, এটা ছবির কি আর্ট। অবশেষে পোস্টারের বিষয়ে মুখ খুললেন আমির নিজে।

বুধবার মারাঠি ছবি স্যাটারডে সানডের স্ক্রিনিংয়ে গিয়ে আমির বলেন, "যখন আপনারা(দর্শক) ছবি দেখবেন তখন পোস্টারের বিষয়টা বুঝতে পারবেন। আমি এটাই বলব, রাজকুমার(হিরানি) এমনই একজন মানুষ যিনি সবসময় নিজের ভাবনা, নিজের ছবি নিজের মতো করে উপস্থাপনা করেন। সেই কারণে আমি ওনার মস্ত বড় ভক্ত। তারে জমিন পরের পোস্টারে দর্শিল স্কুলের বেঞ্চে সামনে বসেছিল, আমি পিছনে বসেছিলাম। পোস্টার অনেককিছু বলে দিয়েছিল। ঠিক তেমনই পিকের পোস্টারও অনেক কিছু বলে। এটা কি আর্ট।"

এরমধ্যেই কানপুর আদালতে আমির খান, পরিচালক রাজকুমার হিরানি ও প্রযোজক বিধু বিনোদ চোপড়ার বিরুদ্ধে কানপুর আদালতে মামলা দায়ের হয়েছে। যদিও, আমির মনে করছেন ছবি মুক্তির সবকিছু ঠিক হয়ে যাবে। দর্শকরা হলে যাবেন ছবি দেখতে। আমির বললেন, "আমরা দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। আশা করছি ছবি দেখলে ওদের আশঙ্কা দুর হবে।"

আমির খানের সঙ্গে ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, অনুষ্কা শর্মা ও সুশান্ত সিং রাজপুত। আগামী ১৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে পিকে।

 

.