Dev: 'ধর্ষকদের সোজা গুলি করে মেরে দেওয়া উচিত'!
Dev: নিজের ছবি 'টেক্কা'-র প্রচারে শনিবার বারুইপুরে আসেন অভিনেতা দেব ও সিনেমার পরিচালক শ্রীজিত মুখার্জী। সেখানেই দেব সংবাদমাধ্যমের সামনে দেব বলেন...
তথাগত চক্রবর্তী ও নান্টু হাজরা : আরজি কর কাণ্ডের পর, দশ বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত জয়নগর। শুক্রবার দুপুরে মহিশমারিহাট এলাকায় ঘটনাটি ঘটে। শনিবার এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিসের ফাঁড়ি ভাঙচুর করা হয়। পরিবারের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে। অন্যদিকে, নিউটাউন যাত্রাগাছি বিবেকানন্দ পল্লিতে ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। পরপর হতে চলা এমন ঘটনায় মুখ খুলেছেন সাংসদ-অভিনেতা দেব।
আরও পড়ুন, Malbazar: সুপার স্পেশালিটি হাসপাতাল নামেই, গল ব্লাডার অপারেশন শুরু করেও হাত তুলে নিলেন ডাক্তার...
নিজের ছবি 'টেক্কা'-র প্রচারে শনিবার বারুইপুরে আসেন অভিনেতা দেব ও সিনেমার পরিচালক শ্রীজিত মুখার্জী। সেখানেই দেব সংবাদমাধ্যমের সামনে দেব বলেন, "ধর্ষকদের গুলি করে মেরে দেওয়া উচিত। এমন একটা ভয় কাজ করা উচিত যাতে এই ঘটনা কেউ করার কথা না ভাবে।" এর বক্তব্যের ব্যাখ্যা করে আরও বলেন, তিনি একজন সাংসদ প্রকাশ্যে গুলি করে মেরে ফেলার কথা তিনি বলতে পারেন না। তবে সবাই মিলে এমন একটা দৃষ্টান্তমুলক পদক্ষেপ যাতে নেওয়া যায় তার কথাই বলেছেন তিনি।
এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলনে বলেন, 'এই ঘটনা নিন্দনীয় জঘন্য এটা একটা সামাজিক অপরাধ এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পুলিস ব্যবস্থা নিয়েছে অপরাধী গ্রেফতার হয়েছে। এই ধরনের সামাজিক অপরাধগুলো তো বাঞ্চনীয় নয়, এগুলো হওয়া উচিত নয়। কিন্তু ঘটনাচক্রে এই বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। সেগুলোকে কড়া ভাবে মোকাবিলাও আমরা করছি। মেয়েদের উপর এরকম পাশবিক আক্রমণ যারা করে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত অথবা গুলি করে মারা উচিত। কিন্তু গণতান্ত্রিক রাজ্যে আমরা এগুলো করতে পারিনা। তাই বাংলা যে বিকল্প মডেল হিসেবে তিলজলা মডেলকে আনছে, যেখানে দেড় বছরের মধ্যে তদন্ত বিচার শেষ ফাঁশির সাজা ঘোষণা করা হবে। নতুন আইনটা এসে গেলে সেটা আরো দ্রুত হবে।'
তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, 'গ্রামবাসীদের অনুরোধ করব, আপনাদের ক্ষোভ, আপনাদের আবেগ আমরা সমর্থন করছি। আপনাদের সঙ্গে আমরা সমব্যথী। দয়া করে আপনারা বিরোধীদের, যারা খুনের রাজনীতি করতে ওখানে যাচ্ছে, তাদের শকুনের রাজনীতি করতে দেবেন না।'
আরও পড়ুন, Contai: প্রতিবেশীকে 'যৌন অপরাধে' টাইট দিতে নাবালিকা কন্যাকেই টোপ, এ কেমন মা-বাবা!
অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের দাবি পূরণ প্রসঙ্গে কুণাল বলেন, 'চিকিৎসকদের কাছে যদি কেউ কোনও রোগ নিয়ে গিয়ে ডেড লাইন দিয়ে দেয়, এত ঘণ্টার মধ্যে আমার রোগ সারিয়ে দিতে হবে, কেমন লাগবে তখন? যেদিন থেকে মমতা ব্যানার্জি ওষুধের কোম্পানির বদলে জেনেরিক নামে বিক্রি শুরু করতে বলেছেন, সেই দিন থেকে মেডিকেল মাফিয়ারা মমতা ব্যানার্জির পিছনে পড়েছে, সরকারি স্ট্রাকচারের পিছনে পড়েছে। জুনিয়র ডাক্তারদের অনুরোধ করব, নিশ্চয়ই আপনাদের দাবি বক্তব্য সেগুলো থাকবে, সেই আন্দোলন আপনারা করতে পারেন সরকার ও দ্রুততার সাথে সেগুলো করছে।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)