প্রয়াত অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায়
ওয়েব ডেস্ক: উৎসবের আবহেই এল দুঃসবাদ। প্রয়াত স্বনামধন্য অভিনেতা তথা নাট্যব্যক্তিত্ব দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। মহাসপ্তমীর দিন, বুধবার ভোর ৩টে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রবীণ অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
ঘনিষ্ঠ সূত্রে খবর, দীর্ঘদিন থেকে অ্যালঝাইমার্সে ভুগছিলেন তিনি। সেকারণে অভিনয় থেকেও নিজেকে বহুদিন বিরত রেখেছিলেন। এসময় বাড়িতেই থাকতেন তিনি। অভিনেতার মৃত্যুতে যেন এক ঝটকায় থমকে গেছে শারদীয়া সুর, শিল্পী মহলে নেমে এসেছে ঘোর বিষাদের ছায়া। নিঃশব্দেই যেন চলে গেলেন অভিনেতা। এদিন অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে প্রবীণ অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় সহ শিল্পী মহলের বহু বিশিষ্ঠ ব্যক্তিত্ব।
শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বিশিষ্ট ব্যক্তিরা। নিজস্ব চিত্র
এদিনই কেওড়াতলা মহাশশ্মানে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার।১৯৪৯ সালের ২২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। ১৯৭৮ সালে 'অমৃতাক্ষর' নাটকের মধ্যমে অভিনয় জগতে আসেন। তারপর বহু নাটকেই অভিনয় করেছেন তিনি। পাশপাশি অভিনয় করেছেন টেলিভিশনেও। তাঁর অভিনীত 'চুনি-পান্না', যখের ধন যথ্ষ্ঠ জনপ্রিয়তা অর্জন করেছিল। অভিনয়ের পাশাপাশি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করতেন দ্বিজেন বন্দ্যোপাধ্যায়।