Taltala Incident: তোলা তুলতে বাধা দিয়েছিল দোকানদারের ছেলে, মুহূর্তে ঘটে গেল ভয়ংকর ঘটনা...

Taltala Incident: অভিযোগ পেয়ে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিস। সাফিদের দোকানের সামেই একটি সিসিটিভি রয়েছে। কিন্তু সেটি খারাপ

Updated By: Dec 15, 2024, 01:11 PM IST
Taltala Incident: তোলা তুলতে বাধা দিয়েছিল দোকানদারের ছেলে, মুহূর্তে ঘটে গেল ভয়ংকর ঘটনা...

অয়ন ঘোষাল ও নান্টু হাজরা: তোলা আদায়কে কেন্দ্র করে তোলপাড় মধ্য কলকাতার তালতলা এলাকার আগা মেহদি স্ট্রিট। এক যুবককে ভরা বাজারে কোপাল এলাকার দুষ্কৃতীরা। ছুরিকাহত ওই যুবকের নাম সাফি আহমেদ(১৫)। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে এনআরএস হাসপাতালে। শেষ খবর পাওয়া পর্যন্ত সাফির অবস্থা আশঙ্কাজনক। এনিয়ে তালতলা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

আরও পড়ুন-স্ত্রী-শাশুড়ির নির্যাতনে চরম সিদ্ধান্ত! গ্রেফতার অতুলের স্ত্রী-শাশুড়ি-শ্যালক...

স্থানীয় সূত্রে খবর, আগা মেহদি স্ট্রিটের একাধিক দোকানে তোলাবাজি করত এলাকারই ৩ যুবক। মাঝে মধ্যেই ওইসব যুবক এলাকার এক সবজির দোকান থেকে সবজি নিয়ে যেত কিন্তু কোনও দাম দিত না। টাকা চাইলেই ঝামেলা করত মদ খেয়ে। গতকাল রাতে সাফিদের দোকানে এসেছিল ৩ যুবক। তিনজনই ছিল নেশাগ্রস্থ অবস্থায়।

এদিকে, রাতে যেসময়ে ওই ৩ যুবক সাফিদের দোকানে আসে সেইসময়ে দোকানে ছিল সাফির মা। সবজি না দেওয়ায় তাকে গালিগালাজ করে তিনজন। খবর পেয়েই সাফির বাবা দোকানে ছুটে আসেন। তাকে প্রবল গালিগালাজ করে তিন যুবক। সেই খবর পেয়ে দোকানে ছুটে আসে সাফি। শুরু হয়ে যায় ঝামেলা। এর মধ্যেই সাহেব নামে এক যুবক সাফির পেটে ছুরি চালিয়ে দেয়। রাস্তাতেই পড়ে যায় সাফি। এলাকার লোকজন তাকে ধরে হাসপাতালে নিয়ে যায়।

অভিযোগ পেয়ে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিস। সাফিদের দোকানের সামেই একটি সিসিটিভি রয়েছে। কিন্তু সেটি খারাপ। এনিয়ে খোঁজখবর শুরু করেছে পুলিস। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.