দাদাগিরিতে ৪ বারের চ্যাম্পিয়ন রাহুল নিভৃতবাসে পড়ছেন লীলা মজুমদার অমনিবাস

রাজাদা আর মাম্পিদিকে ঝাঁকে ঝাঁকে প্রশ্ন ফ্যানেদের।

Updated By: May 29, 2021, 12:25 AM IST
দাদাগিরিতে ৪ বারের চ্যাম্পিয়ন রাহুল নিভৃতবাসে পড়ছেন লীলা মজুমদার অমনিবাস

নিজস্ব প্রতিবেদন- ‘দেশের মাটি’ ধারাবাহিকের জনপ্রিয় জুটি। রাজাদা আর মাম্পিদিকে ঝাঁকে ঝাঁকে প্রশ্ন ফ্যানেদের। ইনস্টাগ্রাম লাইভে এলেন কোভিড আক্রান্ত রাহুল আর ধারাবাহিকের নায়িকা রুকমা। ফ্যানেদের সঙ্গে আড্ডায়, তাঁদেরই অনুরোধে গান ধরলেন রুকমা। গাইলেন ‘রিমঝিম গিরে সাওন’। রুকমা গাইলেনও অনবদ্য, কিন্তু তাঁর গানের মধ্যে হঠাৎই হাই তুলে ফেললেন রাহুল। তাই নিয়ে দুজনের মধ্যে খানিক খুনসুটিও হল। রাহুল পড়লেন পূর্ণেন্দু পত্রীর লেখা কবিতা ‘যে টেলিফোন আসার কথা, সে টেলিফোন আসে না’। ইনস্টাগ্রামে রাজা-মাম্পিকে নিয়ে একাধিক গ্রুপ। তাঁদের কাছে অভিনেতা রুকমার আবেদন, ‘সিরিয়ালটি দেখুন টিভিতে। অনেকে হটস্টারে আগেই দেখে ফেলছেন ধারাবাহিকের পর্ব।’ অভিনেতার আশঙ্কা, তাতে ধারাবাহিকের রেটিংয়ে প্রভাব পড়তে পারে। তাই আবেদন, সকলেই যেন টিভিতে দেখেন ‘দেশের মাটি’।

এক নেটিজেন রাহুলের কাছে তাঁর বইয়ের সংগ্রহটি দেখতে চান। রাহুল তাঁর ঘরজোড়া লাইব্রেরি দেখাতে দেখাতে বলেন, তাঁর সংগ্রহে আছে ৭ হাজার বই। তাই তা এভাবে দেখানো সম্ভব নয়। তবে তিনি এখন কী পড়ছেন, সেটা ভাগ করে নিলেন ওই ফ্যানের সঙ্গে। দেখা গেল রাহুলের হাত রয়েছে লীলা মজুমদার অমনিবাস। রূপম ইসলামের একটা গান কোট করে বললেন, ‘এই একলা ঘর আমার দেশ/আমরা একলা থাকার অভ্যেসে বই-ই একমাত্র সঙ্গী’।

আরেক ফ্যান জানতে চান, রাহুল কতবার দাদাগিরিতে চ্যাম্পিয়ন হয়েছেন? উত্তরে রাহুল জানান, ৪ বার। এমনিতেও কুইজ সার্কিটে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের সুখ্যাতি আছে। অনেক কম্পিটিশনেই গায়ক সিধুর সঙ্গে জুটি বেঁধে কুইজে নামেন রাহুল। টলিউডের শিক্ষিত অভিনেতাদের মধ্যেও রাহুলের একটা পরিচিতি আছে। নিয়মিত কলাম লেখেন। বইও আছে তাঁর। বড়পর্দায় দুর্দান্ত সাফল্যের পর ছোটপর্দাতেও টিআরপি-র বড় দায়িত্ব তাঁর কাঁধেই নিশ্চিন্তে ফেলতে পারেন প্রযোজক-পরিচালক-চ্যানেল কর্তৃপক্ষ। সোচ্চার রাজনৈতিক মতও আছে রাহুলের। রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বামেদের তারকা প্রচারকও ছিলেন রাহুল।

আরও পড়ুন: 'কেউ ভালবাসার নামে আঘাত দেয়, কেউ তা নিরাময় করে', তুলনায় যশকে এগিয়ে দিলেন নুসরত?

সবে ৭ দিন হল কোভিড আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন। সুস্থ হয়ে ওঠার পথে গান, সিনেমা, পড়াশোনাই তাঁর নিত্যসঙ্গী। আপাতত শুটিং বন্ধ, তাও নিজের জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’র দর্শকদের সঙ্গে আড্ডাও দিলেন চুটিয়ে।

.