Casting Couch : ফেসবুকে ফোন নম্বর, পরিচালক বাপ্পার বিরুদ্ধে সাইবার ক্রাইমে সুকন্যা

গত শুক্রবার ফেসবুকে সুকন্যা দত্ত লেখেন, ‘বাপ্পার থেকে সাবধান। উনি বিশাল বড় পরিচালক উনি আমাকে একটি শর্ট ফিল্মে কাজ করার অফার করেন। উনি নাকি তিনটে শর্ট ফিল্ম জুড়ে একটি ফিচার বানাবেন যেটি হলে মুক্তি পাবে। বিভিন্ন কথআবার্তায় এটাই বুঝতে পারি যে, ওঁর সঙ্গে কাজ করতে গেলে বোল্ড সিনের ওয়ার্কশপ করতে হবে। আমি বুঝতে পারছি না উনি ছবি বানাবেন নাকি পর্ন ফিল্ম!ওঁর নোংরা প্রস্তাব প্রত্যাখান করি তখন আমায় বলেন আমি নাকি যৌন অক্ষম মহিলা। আরও অনেক কিছু যে ভাষায় বলেন তা লেখা সম্ভব নয়।’  

Reported By: সৌমিতা মুখার্জি | Edited By: রণিতা গোস্বামী | Updated By: Oct 17, 2022, 12:47 PM IST
Casting Couch : ফেসবুকে ফোন নম্বর, পরিচালক বাপ্পার বিরুদ্ধে সাইবার ক্রাইমে সুকন্যা

Sexual Harassment, Casting Couch, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'অনুমতি না নিয়ে কোনও মেয়ের ফোন নম্বর কি এভাবে প্রকাশ্যে আনা যায়? কারোর ফোন নম্বর এভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়াটাও অপরাধ। এনিয়ে ইতিমধ্যেই আমি সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি।' অভিযুক্ত পরিচালক বাপ্পার পোস্টের পর এভাবেই Zee ২৪ ঘণ্টা ডিজিটালের কাছে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী সুকন্যা দত্ত। তাঁর অভিযোগ ফোন নম্বর প্রকাশ্যে আসার পর তাঁর কাছে অগুন্তি অপরিচিত ফোন আসতে শুরু করেছে। সেখানেও তাঁকে কু-প্রস্তাব দেওয়া হচ্ছে। তাঁকে হেনস্থার শিকার হতে হচ্ছে।

সুকন্যা Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে জানান, 'কেন আমার কাছে এভাবে ফোন আসছে, আমি প্রথমে বুঝিনি, পরে কিছু পরিচিত মানুষ আমায় বিষয়টা জানান। বাপ্পার ফেসবুকে গিয়ে আমি যখন পোস্টটা দেখার চেষ্টা করি, দেখি ও আমায় এবং আমার পরিচিত অনেককেই ব্লক করে দিয়েছে। অন্যান্যরা আমার স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছেন। কারোর ফোন নম্বর এভাবে ওপেন ফোরামে দেওয়া যায় না। কোনও অভিনেত্রী, বা ভদ্র বাড়ির মেয়ের ফোন নম্বর কি ওপেন ফোরামে পাওয়া যায়? আমার ফোন নম্বর ভাইরাল করার অধিকার ওঁকে কে দিল?' আমার ফোন নম্বর বদলানোও মুশকিল, কারণ, আমি অভিনয় করি, আবার আমি একটা ব্যাবসাও করি, তাই ফোন নম্বর বদলালে সমস্যায় পড়ব। এই হেনস্থার জন্য বাপ্পা দায়ী। উনি ফেসবুকে যা খুশি লিখতে পারেন, আমার ফেসবুক লিঙ্ক দিতে পারেন, প্রচুর ছবি রয়েছে ফেসবুকে রয়েছে সেগুলো দিতে পারেন। কিন্তু জনসমক্ষে আমার ফোন নম্বর উনি কেন দিলেন? এতে আমার ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে নতুন করে আমি হেনস্থার শিকার।'

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

এখানেই শেষ নয়, সুকন্যা আরও জানান, 'দেখলাম, বাপ্পা বলেছেন, যে ওঁর কাছে নেটওয়ার্ক ছিল না বলে উনি ক্যাফের বিল দিতে পারেননি। আমার প্রশ্ন, উনি নেটওয়ার্ক না থাকলে কীভাবে আমায় হোয়াটস অ্যাপ করলেন। আর ওঁকে যে আমি ক্যাফের লোকেশন পাঠিয়েছিলাম, সেটা গুগল ম্যাপে দেখেই উনি সেখানে পৌঁছেছেন বলে জানিয়েছিলেন। নেটওয়ার্ক না থাকলে উনি গুগল ম্যাপ কীভাবে দেখলেন? সাইবার ক্রাইম শাখায় গেলে সমস্ত কল রেকর্ডিং বের হয়ে আসবে, যে উনি আমায় কী বলেছিলেন। আর উনি যে চ্যাটের স্ক্রিনশট দিয়েছেন, তাতে কোনওভাবেই প্রমাণ হয় না যে উনি আমায় কু-প্রস্তাব দেননি। যাইহোক এটা নিয়ে এবার আইন পদক্ষেপ নেবে।' সুকন্যার দাবি, 'আমার বিষয়টা সামনে আসার পর অনেকেই আমায় জানিয়েছেন, ম্য়াডাম আপনি আমাদের বাঁচিয়ে দিলেন। অনেকেই জানিয়েছেন আমি ফাইনান্স করেছি টাকা ফেরত পাইনি। যাঁরা বলেছেন, তাঁদের নাম আমি বলতে পারব না, কারণ, ওঁরা ব্যক্তিগতভাবে জানিয়েছেন। আর সঞ্চিতা বলে একজন, যিনি আমার ফেসবুকে নেই, তারপরও আমার পোস্ট উনি শেয়ার করেন। জানান, তাঁর সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। আমার আরও এক অভিনেত্রী বান্ধবীও ফোন করে ওঁর সঙ্গেও একই ঘটেছিল বলে জানিয়েছেন। অনেকেই জানিয়েছেন বাপ্পা টাকা নিয়ে সেটা ফেরত দেয়নি।'  

আরও পড়ুন- ‘কুপ্রস্তাব পেয়েও কেন আমায় মেসেজ করছিলেন?’ অভিনেত্রীকে পাল্টা জবাব পরিচালক বাপ্পার

এদিকে পরিচালক বাপ্পা সোশ্যল মিডিয়ায় সুকন্যা দত্তের ফোন নম্বর শেয়ার করে পোস্ট করার পর পাল্টা একটা ফেসবুক পোস্ট করেন অভিনেত্রী। সেখানে সুকন্যা লেখেন, 'যাঁরা ভাবছেন, আমি প্রচার পাওয়ার জন্য এটা করছি, তাঁদের উদ্দেশ্যে বলি, ইতিমধ্যেই আমায় মানুষ চেনেন আমার পরিবারেরও একটা পরিচিতি আছে। এধরনের ঘটনার কারণে প্রচার পাওয়াটা আমার কাছে দুর্ভাগ্যের এবং অপ্রত্যাশিত। আর যাঁরা আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলছেন, তাঁদের উদ্দেশ্যে বলি, নিশ্চয় সেটা নেওয়া হলে পোস্ট করে জানাব। কারণ, সোশ্যাল মিডিয়া এখন আমাদের সঙ্গে জুড়ে রয়েছে। সবকিছু যখন পোস্ট করতে পারি, তাহলে এমন একটা ঘটনা কেন পোস্ট করব না? কে ঠিক বা কে ভুল সেটা আলাদা বিষয়, একটা সূত্র ধরে এটা এল, বিষয়টা একটু ভালো করে খেয়াল করলেই সেটা বুঝতে পারবেন। আমার বা ওঁর বন্ধু বা শুভাকাঙ্খী না হলেও সেটা বোঝা যাবে। কিছু রটলে সেটা ঘটেও। আমি যখন বিষয়টা নিয়ে আমার ফেসবুকের দেওয়ালে লিখেছিলাম, তখনও বুঝিনি পজিটিভ কিংবা নেগেটিভ ভাবে মানুষকে এভাবে পাশে পাব। এই ঘটনাটা জেনে অনেকেই ফোন করেছেন, সেটা আমার কাছে আশীর্বাদ। অনেক মানুষ আছেন, যাঁরা আমায় ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সেটা জানতাম না। অনেকেই এটার প্রতিবাদ করেছেন। নিজেদের মতো করে সুর চড়িয়েছেন, এটাই আমার কাছে পাওয়া, ইতিবাচক থাকার অস্ত্র।' 

Casting Couch:‘বোল্ডসিনের ওয়ার্কশপ করলে কাজ পাওয়া যাবে’, টলি পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

আরও পড়ুন-সুশান্তের মৃত্যুতে সরব হয়েছিলেন, অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

অন্যদিকে বাপ্পার ছবিতে ফাইনান্স করার প্রসঙ্গে সুকন্যা দত্ত বলেন, 'আমি একজন স্ট্রাগলিং ডিরেক্টরকে কীভাবে ফাইনান্স করব? আমার টাকা কি এতটাই সস্তা। এটা কি সম্ভব?' সুকন্যা দত্তের কথায়, 'আমি প্রথমে বাপ্পার বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করতে চাইনি। এড়িয়ে যেতেই চেয়েছিলাম। তবে বাপ্পাকে নিয়ে যখন অনেকেই টোন কাটছিলেন, যে আমি বাপ্পার সঙ্গে ঘুরছি। আর এইসব কথা রটার পর আমি বিষয়টা নিয়ে ফেসবুকে পোস্ট করি। উনি আমায় সেদিন ভদ্রভাবে জিগ্গেস করেছিলেন আমি বাড়ি ফিরেছি কিনা, তাই আমি ভদ্রভাবে উত্তর দি। তার থেকে প্রমাণ হয়না যে উনি আমায় কিছু করেননি।' 

প্রসঙ্গত পরিচালক বাপ্পার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন অভিনেত্রী সুকন্যা দত্ত। তাঁর অভিযোগ বাপ্পা তাঁকে কু-প্রস্তাব দিয়েছেন। বলেছেন বোল্ডসিনের ওয়ার্কশপ করলে তবেই কাজ পাওয়া যাবে। এনিয়ে গত শুক্রবার ফেসবুকে পোস্ট করেন সুকন্যা। তারপর থেকেই বিষয়টা নিয়ে সরগরম টলিপাড়া।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.