Tanjin Tisha: কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ সহকারী 'ভাই', শোকে বিহ্বল তানজিন তিশা...

Bangladesh Quota Protest: কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ জুড়ে হিংসায় গত কয়েকদিনের আতঙ্ক আর অস্বস্তি কাটিয়ে স্বাভাবিক রূপে ফিরছে জনজীবন। টানা পাঁচদিন থমকে থাকার পর বুধবার প্রথম কর্মদিবসে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীসহ সারা দেশ। এরই মাঝে দুঃসংবাদ শোনালেন তানজিন তিশা। এই আন্দোলনেই তিনি হারিয়েছেন তাঁর ভাইকে। 

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: Jul 24, 2024, 09:26 PM IST
Tanjin Tisha: কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ সহকারী 'ভাই', শোকে বিহ্বল তানজিন তিশা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত বেশ কয়েকদিন ধরেই উত্তাল বাংলাদেশ। সেখানকার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হিংসা এতটাই ছড়িয়ে পড়ে যে বন্ধ করে দেওয়া হয় সমস্ত সংযোগ। হিংসায়,  গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার খবর আসতে থাকে। বুধবার জানা যায় কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারিয়েছেন অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী, নাম আলামিন। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Rishi Kaushik: 'ভুল মানুষের সঙ্গে পথ চলার চেয়ে...' হঠাৎ কী হল ঋষি কৌশিকের?

আলামিনের মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। মঙ্গলবার আলামিনকে নিয়ে তিশা লেখেন, ‘কিভাবে শুরু করব জানি না। আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চেনেন। কিন্তু ও আমার অ্যাসিস্ট্যান্ট না, আমার ছোট ভাই। গত চার বছর ধরে ও আমার সঙ্গেই থাকে, আমার ফ্যামিলিতেই থাকে।আপু কী লাগবে, আপু কী খাবে, আপু কখন ঘুমাবে, আবার কখন মনটা খারাপ, মনটা ভালো সব কিছু এই ছেলেটাই জানত আর দেখত।’

অভিনেত্রী আরও লেখেন, `আলামিন সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো পাশে বসে থাকত। আমার কত প্ল্যান ওকে নিয়ে। ওকে ড্রাইভিং শেখাব, জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে, পরীক্ষাটা দিতে। অনেকে অনেক কিছু বলত, কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করে ও আপুর কাছে এসে বসে থাকত। ঈদের দিনগুলোও আগে আমার সাথে থাকত, তারপর ওর ফ্যামিলির সাথে। কত বকা দিয়েছি, মন খারাপও করে থাকত আবার একটু পর ঠিকই বোঝাতাম। একটা না দুই দুইটা গুলি কী করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা?’

আরও পড়ুন- Mahanayak Samman | 30th Kolkata International Film Festival: মহানায়ক সম্মান পেলেন রচনা-নচিকেতা, চলচ্চিত্র উত্‍সবের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...

সহকারী হলেও তিনি যে আদতে তিশার ভাই ছিলেন, সে কথা জানান তিশা। সবশেষে লেখেন, ‘আলামিন কোনো দল অথবা কোনো কিছুর সাথে জড়িত ছিল না। ওর বিগত চার বছর জীবনটা আমার সাথে, আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে। ওর জীবনে কোনো পাপ নাই, খুব ছোট একটা মানুষ এই চার বছর আমার কাছে বড় হতে দেখলাম। দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.