দেখুন অদিতি রাও হায়দরীর নতুন ডান্স ভিডিও

আন্তর্জাতিক নারী দিবসে যে যার মতো করে কিছু করতে চেয়েছেন। বার্তা দিতে চেয়েছেন সমাজকে। এই তালিকায় বাদ যাবেন কেন বলিউড সুন্দরী অদিতি রাও হায়দরী? আন্তর্জাতিক নারী দিবসে তিনি তাই ডান্স করলেন। আত্মাকে শরীরের সঙ্গে ছন্দে মিলিয়ে তৈরি করলেন এমন এক শিল্পকলা, যা দর্শকদের কাছে খুবই পছন্দের হয়ে থাকলো।

Updated By: Mar 11, 2016, 12:34 PM IST
 দেখুন অদিতি রাও হায়দরীর নতুন ডান্স ভিডিও

ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসে যে যার মতো করে কিছু করতে চেয়েছেন। বার্তা দিতে চেয়েছেন সমাজকে। এই তালিকায় বাদ যাবেন কেন বলিউড সুন্দরী অদিতি রাও হায়দরী? আন্তর্জাতিক নারী দিবসে তিনি তাই ডান্স করলেন। আত্মাকে শরীরের সঙ্গে ছন্দে মিলিয়ে তৈরি করলেন এমন এক শিল্পকলা, যা দর্শকদের কাছে খুবই পছন্দের হয়ে থাকলো।

এই ফ্রি স্টাইল ডান্স ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন শম্পা গোপীকৃষ্ণান এবং বার্টউইন ডিসুজা। এই ভিডিওটিতে দেখতে পাবেন এক নারীর শরীরের উপর কীভাবে সূর্যের আলো এসে পড়ছে, আর তারপর সেই নারী শরীর কীভাবে একটু একটু করে উদ্ভাসিত হয়ে উঠছে। দেখে নিন এই মিউজিক ভিডিওতে। উপলব্ধি করুন এক অচেনা অদিতি রাও হায়দরীকে।

 

.