Billionaire in Bollywood: আদিত্য-শাহরুখ-করণও 'গরিব' এর কাছে! বলিউডের ধনকুবের ইনি...

Billionaire in Bollywood: বলিউডের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন একজন প্রযোজক যার মোট সম্পত্তি $১.৫৫ বিলিয়ন(ভারতীয় মুদ্রায় ১২,৫৯৬ কোটি টাকা) এমনকি শাহরুখ খান, করণ জোহর এবং আদিত্য চোপড়ার চেয়েও অনেক ধনী তিনি। 

রজত মণ্ডল | Updated By: Oct 7, 2024, 11:07 AM IST
Billionaire in Bollywood: আদিত্য-শাহরুখ-করণও 'গরিব' এর কাছে! বলিউডের ধনকুবের ইনি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউড শুধু গ্ল্যামার ও তারকাখ্যাতির জন্যই নয়, বরং এখান থেকে উপার্জিত প্রচুর পরিমাণে অর্থের জন্যও বিখ্যাত। হিন্দি সিনেমা জগৎ গত বছর (২০২৩) বিশ্বব্যাপী প্রায় ১৩,১৬১ কোটি আয় করেছে, যার মধ্যে বিদেশী বাজার থেকে এসেছে $৬০০ মিলিয়ন(৫০৩৭ কোটি ৭৩ লক্ষ ২৩ হাজার)। এই আয় বলিউড তারকাদের ও প্রযোজকদের বিশাল সম্পত্তির মালিক হওয়ার সুযোগ করে দিয়েছে। তবে অবাক করা বিষয় হলো, এত বড় বলিউডে মাত্র একজনই আছেন যিনি ডলারের বিলিয়নিয়ার এবং বলিউডের সবচেয়ে ধনী ব্যক্তি, তিনি হলেন রনি স্ক্রুওয়ালা। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Dev at Globe Cinema: ২০ বছর পর খুলল গ্লোব সিনেমা, প্রথমদিন কাউন্টারে নিজের হাতে 'টেক্কা'র টিকিট বিক্রি করলেন দেব...

বলিউডের একমাত্র বিলিয়নিয়ার এবং সম্পত্তিশালী ব্যক্তি হলেন চলচ্চিত্র প্রযোজক রনি স্ক্রুওয়ালা। ফোর্বসের মতে, তার মোট সম্পত্তির পরিমাণ $১.৫৫ বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৫৯৬ কোটি। এই পরিমাণ সম্পত্তি তাকে বলিউডের সবচেয়ে ধনী ব্যক্তিতে করে তুলেছে, এমনকি তিনি শাহরুখ খান, করণ জোহর এবং আদিত্য চোপড়ার মতো প্রভাবশালী তারকাদের থেকেও ধনী। রনি স্ক্রুওয়ালার সম্পত্তির দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন টি-সিরিজের ভূষণ কুমার, যার সম্পত্তির মূল্য প্রায় $১ বিলিয়নের কাছাকাছি। অন্যদিকে আদিত্য চোপড়া এবং শাহরুখ খানের সম্পত্তি $৮৫০ (৩৬ কোটি ৭৮ লক্ষ ৭২ হাজার২৫০ টাকা) মিলিয়নের বেশি। ভারতের সবচেয়ে ধনী মহিলা অভিনেতা হিসেবে আছেন জুহি চাওলা, যার মোট সম্পদ $৫৫০ মিলিয়ন(প্রায় ৫৫ কোটি টাকা)।

আরও পড়ুন-  Dev: 'ধর্ষকদের সোজা গুলি করে মেরে দেওয়া উচিত'!

রনি স্ক্রুওয়ালার জীবনের শুরুটা ছিল সাধারণ, তিনি প্রথম ব্যবসা শুরু করেন টুথব্রাশ তৈরির উৎপাদন দিয়ে। এরপর তিনি ১৯৯০ সালে ৩৭,০০০ টাকা বিনিয়োগ করে ইউটিভি প্রতিষ্ঠা করেন। ইউটিভি প্রথমে একটি টেলিভিশন প্রযোজনা সংস্থা হিসেবে কাজ শুরু করলেও ধীরে ধীরে এটি সিনেমা প্রযোজনা হিসেবেও সফল হয়ে ওঠে। 'স্বদেশ', 'জোধা আকবর', 'ফ্যাশন', 'বরফি' এবং 'চেন্নাই এক্সপ্রেস'-এর মতো বিখ্যাত সিনেমা তার প্রযোজনায় তৈরি হয়েছে। ২০১২ সালে, স্ক্রুওয়ালা তার ইউটিভির অংশ ডিজনির কাছে প্রায় $১ বিলিয়ন ডলারে বিক্রি করেন, যা ভারতের সিনেমা জগতে সবচেয়ে বড় চুক্তিগুলির মধ্যে অন্যতম। পরে তিনি আরএসভিপি মুভিজ (RSVP Movies) নামে একটি নতুন প্রোডাকশন হাউস প্রতিষ্ঠা করেন,যা উরি এবং কেদারনাথের মতো সিনেমা তৈরি করেছে।

আরও পড়ুন- Natasa Stankovic: হার্দিককে ভুলে জনপ্রিয় গায়কের সঙ্গে চরম মাখোমাখো নাতাশা!

বলিউডের পাশাপাশি রনি স্ক্রুওয়ালার আয়ের আরেকটি বড় উৎস হল তার বিভিন্ন স্টার্টআপ ও ব্যবসায়িক বিনিয়োগ। তিনি UGrad,Usports এবং Unilazer-এর মতো কোম্পানিতে তিনি প্রচুর বিনিয়োগ করেছেন, যা তার সম্পত্তি বাড়ানোয় বিশেষ ভূমিকা রাখে। এছাড়াও, স্ক্রুওয়ালা 'শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া'র সিজন ৩-এর বিচারক হিসেবেও কাজ করেছেন। এই ধরনের ব্যবসায়িক বিনিয়োগ ও বিভিন্ন ধাঁচের সিনেমা প্রযোজনার পরিশ্রমই রনি স্ক্রুওয়ালাকে আজ বলিউডের একমাত্র বিলিয়নিয়ার-এ পরিণত করেছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Rajat Mondal

বিজ্ঞানের স্নাতক। কর্মজীবনের শুরু ওষুধ শিল্পে। পরে পেশা বদলে সাংবাদিকতায়। রাজনীতি, পরিবেশ-প্রযুক্তি এবং স্বাস্থ্য-- পছন্দের বিষয়। আসলে anything under the Sun is NEWS-- বিশ্বাস এই গুরুমারা বিদ্যায়। বিশদে জানতে গুগল করুন প্লিজ। ...Read More

.