close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

আত্মহত্যা করলেন জনপ্রিয় নীল তারকা জেসিকা জেমস

পুলিস তদন্ত শুরু করেছে 

Updated: Sep 19, 2019, 05:22 PM IST
আত্মহত্যা করলেন জনপ্রিয় নীল তারকা জেসিকা জেমস

নিজস্ব প্রতিবেদন: আত্মহত্যা করলেন জনপ্রিয় নীল তারকা জেসিকা জেমস। লস এঞ্জেলসে নিজের ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় জেসিকার মৃতদেহ। ৪০ বছর বয়সী নীল তারকা জেসিকা কেন আত্মহত্যার মতো পথ বেছে নিলেন, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন : তোয়ালে পরা অবস্থায় রণবীরকে দেখতে চান, আলিয়ার দিকে তাকিয়ে বললেন নুসরত
রিপোর্টে প্রকাশ, লস এঞ্জেলসের সান ফার্নান্দো ভ্যালিতে স্বামীর সঙ্গে থাকতেন জেসিকা জেমস। গত কয়েকদিন ধরে বাড়িতে ছিলেন না জেসিকার স্বামী। তার মধ্যেই আচমকা স্ত্রীর মৃত্যুর খবর পান জেসিকার স্বামী। স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার পরই বাড়িতে ফিরে আসেন তিনি। তাঁর স্বামীকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস।

আরও পড়ুন : মাঝ রাতেও এক নাগাড়ে পরিশ্রম করান, ভয়ে কাঠ করিনা
আলাস্কায় জন্ম জেসিকার। ২০০২ সালে নীল দুনিয়ায় পা রাখেন তিনি। নীল দুনিয়ায় পা রাখার আগে প্রথমে মডেল হিসেবে জনপ্রিয়তা পান জেসিকা। এরপরই তিনি নীল দুনিয়ায় জনপ্রিয়তা পেয়ে যান। বর্তমানে 'উইডস' নামে একটি শোয়েও দেখা যাচ্ছিল তাঁকে।