আরাধ্যাকে আবাসিক স্কুলে পাঠাচ্ছেন ঐশ্বর্য-অভিষেক?
অনেকে বলিউড সেলেবই রয়েছেন যাঁরা তাঁদের ছেলেমেয়েকে আবাসিক স্কুলে পড়তে পাঠিয়েছেন।
নিজস্ব প্রতিবেদন: ক্যামেরা ফ্ল্যাশ থেকে দূর সরিয়ে ছেলেমেয়েদের সুস্থ-স্বাভাবিক জীবন দিতে ছেলেমেয়েদের আবাসিক স্কুলে পাঠানো এখন নয়া ট্রেন্ড। ছেলেমেয়েরা যাতে তাঁদের গ্ল্যামারের জন্য ছেলেমেয়েদের জীবন বিপর্যস্ত না হয়, তারা যাতে ঠিকভাবে পড়াশোনা মন দিতে পারেন সেকারণে অনেক বলিউড সেলিব্রিটিই ছেলেমেয়েদের দেশ থেকে দূরে বিদেশের মাটিতে পড়তে পাঠাচ্ছেন। ঠিক যেভাবে শাহরুখ তাঁর দুই ছেলেমেয়ে আরিয়ান ও সুহানা দুজনকেই বাইরে পড়তে পাঠিয়েছেন। কাজলের মেয়ে নাইসাও এই মুহূর্তে সিঙ্গাপুরে পড়াশোনা করছেন। এরকম অনেকেই রয়েছেন যাঁরা তাঁদের ছেলেমেয়েকে আবাসিক স্কুলে পড়তে পাঠিয়েছেন। আর এবার মনে করা হচ্ছে সেই একই সিদ্ধান্ত নিতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন।
কিছুদিন আগেই অভিষেককে তাঁর ছোট বয়সের কথা স্মরণ করছিলেন। অভিষেক ডেকান ক্রনিক্যালকে জানান, তিনি সুইৎজারল্যান্ডে আবাসিক স্কুলে পড়ার সময় বাবাকে চিঠি লিখতেন। যদিও অভিষেকের কথায়, বর্তমানে প্রযুক্তির উন্নতিতে আরাধ্যা হয়ত তাঁকে আর চিঠি লিখবে না, তবে বাবা-মেয়ের সম্পর্কটা ঠিক আগের মতোই থাকবে। আর এর পরেই আরাধ্যাকেও আবাসিক স্কুলে পাঠানো হচ্ছে কিনা সে প্রশ্ন উঠে আসে? উত্তরে অভিষেক বলেন, '' আরাধ্যা এখন বড্ড ছোট। তাঁর বয়স মাত্র ৬। এখনও এবিষয়ে বাড়িতে কিছু আলোচনা করিনা। ''
প্রসঙ্গত, কিছুদিন আগেই ঐশ্বর্য-আরাধ্যার প্যারিসে ঘুরে বেড়ানোর ছবি দেখে টুইটারে এক ব্যক্তি ঐশ্বর্যকে আক্রমণ করেন। প্রশ্ন করেন, '' আপনার সন্তান কি স্কুলে যায় না? আমি জানি না কোন স্কুল বাচ্চাকে মায়ের সঙ্গে মায়ের সঙ্গে এত ঘুরে বেড়ানোর অনুমতি দেয়? আপনারা মস্তিস্ক, পড়াশোনা ছাড়া শুধুই সুন্দরের পিছনে ছোটেন। আপনার বাচ্চাকে স্বাভাবিক শৈশব না দিয়ে সারাক্ষণ মায়ের সঙ্গে হাত ধরে ঘুরে বেড়াতে দিচ্ছেন। ''
এপ্রশ্নের পাল্টা উত্তরে অভিষেক বলেন, '' ম্যাডাম আপনাকে একটা কথা জানিয়ে রাখি, সপ্তাহন্তে প্রায় সব স্কুলই ছুটি থাকে। ও সাধারণত উইক ডেজেই স্কুলে যায়। ''
প্রসঙ্গত, এই মুহূর্তে আরধ্যা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশানাল স্কুলে পড়াশোনা করছে। যে স্কুলে শাহরুখ, হৃত্বিক সহ বলিউড বেশিরভাগ সেলেবদের সন্তানরাই পড়াশোনা করেন।