সফল চন্দ্রযান ২-এর উৎক্ষেপণ, ইসরোর প্রশংসায় বলি তারকারা
অবশেষে সমগ্র দেশবাসীর প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাঁদের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান ২।
নিজস্ব প্রতিবেদন: গত ১৫ জুলাই শেষ মুহূর্তে প্রযুক্তিগত ত্রুটির জন্য বাধা পেয়েছিল চন্দ্রযান ২-এর উৎক্ষেপণ। তারপর উদয়াস্ত পরিশ্রম করে উৎক্ষেপণের জন্য চন্দ্রযান ২-কে প্রস্তুত করে ইসরোর বিজ্ঞানীরা। অবশেষে সমগ্র দেশবাসীর প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে চন্দ্রযান ২।
ইসরোর সাফল্যে উচ্ছ্বসিত বলি তারকারা। ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন শাহরুখ খান, অক্ষয় কুমার, রবিনা ট্যান্ডন-সহ আরও অনেক তারকাই। নিজের ছবির একটি গানের লাইন উল্লেখ করে বাদশা লিখেছেন, "এর জন্য ঘণ্টা পর ঘণ্টা কাজ, একতা ও বিশ্বাসের দরকার হয়। চন্দ্রযান ২-এর জন্য ইসরোর পুরো টিমকে শুভেচ্ছা।"
Chaand Taare todh laoon. Saari duniya par main Chhaoon! To do that requires hours & hours of painstaking work & integrity & belief. Congratulations to the team at #ISRO for #Chandrayaan2
— Shah Rukh Khan (@iamsrk) 22 July 2019
এর আগেই চন্দ্রযানের ২ মিশনের জন্য ইসরোর সাফল্য কামনা করে ট্যুইট করেছিলেন অক্ষয় কুমার। ভুললেন না এদিনও। ফের একবার শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করলেন আক্কি।
#ISRO has yet again accomplished a mammoth feat. Salute to the team who have spent countless days ensuring the success of #Chandrayaan2 @isro
— Akshay Kumar (@akshaykumar) 22 July 2019
রবিনা লেখেন, "চাঁদের সঙ্গে আমাদের রোম্যান্স বজায় থাকল! এই ঐতিহাসিক মুহূর্ত উপহার দেওয়ার জন্য ইসরোর টিমকে ধন্যবাদ। 'বাহুবলী' তুমি এগিয়ে যাও!"
Our romance with the moon continues ! #Chandrayaan2theMoon congratulations @isro and team ISRO for giving us this historic moment! You go Baahubali!!GODSPEED!
— Raveena Tandon (@TandonRaveena) 22 July 2019
চন্দ্রযান ২-এর নেপথ্যে থাকা দুই মহিলার সুখ্যাতি করে ট্যুইট করেন অনুষ্কা শর্মা।
Over a billion dreams rocketing to the moon! And it is so empowering and inspiring to see 2 women helm the project. Ritu Karidhal and Muthayya Vanitha are nothing short of superwomen! A salute to their entire team. @isro #Chandrayaan2
— Anushka Sharma (@AnushkaSharma) 22 July 2019
শুভেচ্ছা জানান তাপসী পন্নু, করণ জোহর, সোনালি বেন্দ্রে বহেল, আর মাধবন এবং নাগার্জুন আক্কিনেনিও।
That’s it ! proud moment #Isro #Chandrayan2 https://t.co/a6r0fMJpPw
— taapsee pannu (@taapsee) 22 July 2019
Each one of us is lucky to be alive to witness this historic occasion! #Chandrayaan2 is the first mission by #ISRO which is headed by two women - #MuthyvaVanitha and #RituKaridhal.
Women are indeed taking over the world... and beyond #GirlPower
Congratulations team @isro!
— Karan Johar (@karanjohar) 22 July 2019
Suuuper!!
Hats off to all the scientists at @isro! Your hard work and determination has paid off! This is a proud day for all of us.— Sonali Bendre Behl (@iamsonalibendre) 22 July 2019
With Gods Grace when #Chandrayaan2 reaches the Dark side of the moon, the BRIGHTEST side of Indian space explanation will commence. @ISRO ALL THE VERY BEST .. MAKE US SUPER PROUD YET AGAIN.
— Ranganathan Madhavan (@ActorMadhavan) 22 July 2019
A giant leap for indiacongratulations on the successful launch of the #Chandrayaan2 god speed and god bless!!! @isro pic.twitter.com/zn9ddj9uB4
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) 22 July 2019
সোমবার দুপুর ২:৪৩ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান ২। চাঁদের দক্ষিণ মেরুতে অভিযান চালাবে ভারতের দ্বিতীয় চন্দ্রযান। চাঁদের ভূমিকম্প ও তাপমাত্রা সম্পর্কে পর্যবেক্ষণ চালাবে এটি। ১৪ দিন ধরে চাঁদের আধ কিলোমিটার এলাকা জুড়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে এই রোভার।