করোনা মোকাবিলায় পুলিস কর্মীদের বিশেষ ধরনের রিস্ট ব্যান্ড দিলেন অক্ষয়

এবার করোনা মোকাবিলার জন্য মুম্বই পুলিসের পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: May 14, 2020, 08:22 PM IST
করোনা মোকাবিলায় পুলিস কর্মীদের বিশেষ ধরনের রিস্ট ব্যান্ড দিলেন অক্ষয়

নিজস্ব প্রতিবেদন : গোটা দেশে করোনা পরিস্থিতিতে অনেক আগেই সাহায্যের হাত বাড়িতে দিয়েছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। এবার করোনা মোকাবিলার জন্য মুম্বই পুলিসের পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার। 

মুম্বই পুলিসের হাতে ১০০০ বিশেষ ধরনের রিস্ট ব্যান্ড তুলে দিলেন আক্কি। COVID-১৯ আক্রান্ত কোনও ব্যক্তি কাছাকাছি ঘেঁষলেই সেটি এই ভাইটাল ৩.০ এই রিস্ট ব্যান্ডের স্ক্রিনে ধরা পড়বে। 

আরও পড়ুন-পরিচারিকাকে চুম্বন করতে গিয়েছিলেন! এই অপরাধে স্বামী রাজকে পেটালেন শিল্পা শেঠি?

ছবি : টুইটার

এই ভাইটাল ৩.০ রিস্ট ব্যান্ডের প্রস্তুতকারি সংস্থা হল GOQii। আর এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অক্ষয় কুমার। GOQii নামক সংস্থার দাবি, ভাইটাল ৩.০ নামক এই রিস্ট ব্যান্ড করোনা আক্রান্ত ব্যক্তি প্রাথমিক স্টেজে থাকলেও তাঁকে চিহ্নিত করতে পারবে। পাশাপাশি শরীরের তাপমাত্রা পরিমাপেও সাহায্য করবে এই বিশেষ ধরনের ব্যান্ড। আর যেহেতু চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি পুলিস কর্মীরাও যেহেতু জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন তাই তাঁদের সুবিধার্থেই এই বিশেষ ব্যান্ড পুলিস কর্মীদের দিয়েছেন অক্ষয়।

আরও পড়ুন-লকডাউনের মধ্যেই চিকিৎসক বান্ধবীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা নিখিল

.