Akshay Kumar Injured: স্টান্ট করতে গিয়ে শ্যুটিংয়ে ভয়ংকর দুর্ঘটনা! গুরুতর আহত অক্ষয়...

Housefull 5: স্টান্ট করার সময়ে কিছু একটা উড়ে গিয়ে অক্ষয় কুমারের চোখে জোড়ে আঘাত লাগে। দ্রুত শুটিং সেটে ডাকা হয় একজন চক্ষু বিশেষজ্ঞকে।  ‘হাউজফুল ৫’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন চোখে আঘাত পান তিনি। 

Updated By: Dec 12, 2024, 09:45 PM IST
Akshay Kumar Injured: স্টান্ট করতে গিয়ে শ্যুটিংয়ে ভয়ংকর দুর্ঘটনা! গুরুতর আহত অক্ষয়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অক্ষয় কুমার তাঁর বডি ডাবল নেন না। তিনি নিজেই সমস্ত স্টান্ট করেন, একথা সকলেরই জানা। এবার এর জেরেই স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। ‘হাউজফুল ৫’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন চোখে আঘাত পান তিনি। 

আরও পড়ুন- Malaika Arora: অর্জুন অতীত, ছেলের বন্ধুর প্রেমে মশগুল মালাইকা! কে এই রাহুল?

প্রত্যক্ষদর্শীদের দাবি, স্টান্ট করার সময়ে কিছু একটা উড়ে গিয়ে অক্ষয় কুমারের চোখে জোড়ে আঘাত লাগে। দ্রুত শুটিং সেটে ডাকা হয় একজন চক্ষু বিশেষজ্ঞকে । এরপর তার চোখে ব্যান্ডেজ করে বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসক। আহত হলেও খুব দ্রুত শুটিংয়ে ফেরার কথা জানিয়ে দিয়েছেন অক্ষয়। কারণ সিনেমাটির শুটিং এখন শেষ পর্যায়ে রয়েছে। সুতরাং তিনি আর সিনেমাটির কাজ আটকে রাখতে চান না, এমনটাই দাবি সূত্রের। 

প্রসঙ্গত, বেশ কয়েকবছর ধরেই সময়টা ভালো যাচ্ছে না অক্ষয় কুমারের। একের পর এক ফ্লপে বিধ্বস্ত অক্কি। অন্যদিকে বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘হাউজফুল’। ২০১০ সালে মুক্তি পায় হাউজফুল ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘হাউজফুল’। ২০১২ সালে মুক্তি পায় ‘হাউজফুল টু’। ২০১৬ সালে মুক্তি পায় ‘হাউজফুল থ্রি’। ২০১৯ সালে মুক্তি পায় ‘হাউজফুল ফোর’। এবার আসছে পঞ্চম পর্ব। পরিচালক তরুণ মনসুখানি।

আরও পড়ুন- Chess World Champion Gukesh Dommaraju: ঐতিহাসিক জয়! সবচেয়ে ছোট বয়সে বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু গুকেশ...

অক্ষয়ের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, নার্গিস ফাখরি, সোনম বাওয়াজ, চিত্রাঙ্গদা সিং, সৌন্দর্য শর্মা সহ আরও অনেকে। প্রতিটি চরিত্র সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশ। এই ছবিতে অক্ষয় কুমারকে ফের এক মজার চরিত্রে দেখা যাবে। শুধু একঝাঁক অভিনেত্রীই নন, সিনেমাটিতে অভিনয় করবেন অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, ফারদিন খান, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, চাঙ্কি পান্ডে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.