Chess World Champion Gukesh Dommaraju: ঐতিহাসিক জয়! সবচেয়ে ছোট বয়সে বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু গুকেশ...

2024 FIDE World Championship: বৃহস্পতিবার সিঙ্গাপুরে ১৮ বছর বয়সী দোম্মারাজু গুকেশ ২০২৪ বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতে নিলেন বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব। দোম্মারাজু গুকেশ পরাজিত করেন চিনের বর্তমান চ্যাম্পিয়ন ডিং লিরেনকে।

Updated By: Dec 12, 2024, 07:38 PM IST
Chess World Champion Gukesh Dommaraju: ঐতিহাসিক জয়! সবচেয়ে ছোট বয়সে বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু গুকেশ...

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ভারতীয় দাবার ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত। বৃহস্পতিবার সিঙ্গাপুরে ১৮ বছর বয়সী দোম্মারাজু গুকেশ ২০২৪ বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতে নিলেন বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব। দোম্মারাজু গুকেশ পরাজিত করেন চিনের বর্তমান চ্যাম্পিয়ন ডিং লিরেনকে। এই ঐতিহাসিক জয়ের ফলে গুকেশ হলেন ক্লাসিক্যাল চেসের সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন।

আরও পড়ুন- Mamata Banerjee: 'এক দেশ এক ভোট' কেন্দ্রের পদক্ষেপের পরেই ক্ষুব্ধ মমতা বললেন 'স্বৈরাচার'...

নির্ণায়ক ম্যাচটি ১৪তম রাউন্ডে শেষ হয়, যেখানে গুকেশ ডিং লিরেনের একটি গুরুতর ভুলের সুযোগ নেন। নিজের ভুল বুঝতে পেরে চিনা গ্র্যান্ডমাস্টার পরাজয় স্বীকার করেন, যার ফলে গুকেশ দাবার শীর্ষ স্থান দখল করেন।

গুকেশের এই অর্জন ভারতীয় দাবার জন্য একটি নতুন যুগের সূচনা করল । কারণ ২০১২ সালে বিশ্বনাথন আনন্দের রাজত্ব শেষ হওয়ার পর তিনি এই সম্মানজনক খেতাব জিতে নেওয়া প্রথম ভারতীয়। তাঁর অসাধারণ যাত্রা জাতীয় গর্বকে পুনর্জীবিত করেছে এবং অসংখ্য আশাবাদী খেলোয়াড়কে অনুপ্রাণিত করেছে।

আরও পড়ুন- Narendrapur: আর কোনও উপায় নেই! শিরাকাটা হাত নিয়েই দরজা খুলে তরুণী বলল...

এই জয়ের সঙ্গে তরুণ প্রতিভাবান খেলোয়াড় কেবল খেলার কিংবদন্তিদের মধ্যে নিজের স্থান নিশ্চিত করে নেননি, বরং বিশ্ব দাবায় একট নতুন শক্তিশালী শক্তির আগমনের ইঙ্গিতও দিয়েছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.