69th National Film Awards: সেরা অভিনেত্রী আলিয়া-কৃতি, শ্রেয়া থেকে অভীক-বাঙালির ঝুলিতে একাধিক জাতীয় পুরষ্কার, রইল তালিকা...
69th National Film Awards: এবছর বাঙালির ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার। নন ফিচার ক্যাটেগরিতে স্পেশাল মেনশেন (ক্রিটিক) অ্যাওয়ার্ড পেলেন রাম কমল মুখার্জি (এক দুয়া)। সেরা বাংলা ছবি কালকক্ষ। সেরা গায়িকা হিসাবে জাতীয় পুরস্কার পেলেন শ্রেয়া ঘোষাল। সর্দার উধম ছবির জন্য সেরা সিনেমাটোগ্রাফার হলেন অভীক মুখোপাধ্য়ায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আলিয়া(Alia Bhatt) না কঙ্গনা, কে পাবেন সেরা অভিনেত্রী হিসাবে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১, তা নিয়ে চর্চ্চা ছিল তুঙ্গে। কঙ্গনাকে হারিয়ে সেরা অভিনেত্রীর পুরষ্কার ছিনিয়ে নিলেন আলিয়া ভাট। গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি(Gangubai Kathiawadi) ছবির হাত ধরে এল সাফল্য। অন্যদিকে প্রথমবার পরিচালকের আসনে বসে বাজিমাত অভিনেতা আর মাধবনের(R Madhavan)। তাঁর ছবি ‘রকেট্রি: দ্যা নাম্বি এফেক্ট’(Rocketry) পেল সেরা ছবির পুরস্কার। এবছর ২৮ ভাষার ২৮০ ফিচার ফিল্ম জমা পড়েছিল ও ২৩টি ভাষায় জমা পড়েছিল ১৫৮টি নন ফিচার ফিল্ম। ফিচার জ্যুরি বিভাগের প্রধান জ্যুরি কেতন মেহতা বলেন, ‘বিষয়, শিল্প, ক্রিয়েটিভি এবং সাহস- এই চারটি কারণেই রকেট্রিকে সেরা ছবি হিসাবে বেছে নেওয়া হয়েছে।
আরও পড়ুন- Haranath Chakraborty: ‘নতুনদের মধ্যে ডিসিপ্লিনের অভাব...’ অকপট হরনাথ চক্রবর্তী
এবছর বাঙালির ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার। নন ফিচার ক্যাটেগরিতে স্পেশাল মেনশেন (ক্রিটিক) অ্যাওয়ার্ড পেলেন রাম কমল মুখার্জি (এক দুয়া)। নন ফিচার সেরা বায়োগ্রাফিকাল ছবি রুখু মাটির দুখু মাটি, পরিচালক সোমনাথ মন্ডল। নন ফিচার সেরা বৈজ্ঞানিক ও প্রযুক্তি ছবির পুরস্কার পেয়েছেন ইথোস অফ ডার্কনেস, পরিচালক অভিজিৎ ব্যানার্জি। নন ফিচার বেস্ট ইনস্টেগেটিভ ছবি বাপ্পা রায়ের ‘লুকিং ফর চালান’। নন ফিচার সেরা এডিটিং-এর পুরস্কার পান অভ্র বন্দ্যোপাধ্যায় (ইফ মেমোরি সার্ভস মি রাইট)।
ফিচার ফিল্ম ক্যাটেগরিতে কারা হলেন সেরার সেরা, রইল সম্পূর্ণ তালিকা-
স্পেশাল মেনশন- ঝিল্লি, হোম, অনুর, কাদাইসি ভিভাসাই
সেরা বাংলা ছবি- কালকক্ষ (পরিচালক- রাজদীপ পাল, শর্মিষ্ঠা মাইতি)
সেরা হিন্দি ছবি- সর্দার উধম (পরিচালক- সুজিত সরকার)
সেরা অ্যাকশন ডিরেকশন – কিং সোলোমোন (আরআরআর)
সেরা কোরিওগ্রাফি – প্রেম রক্ষিত (আরআরআর)
স্পেশাল এফেক্ট- ভি শ্রীনিবাস মোহন (আরআরআর)
স্পেশাল জ্যুরি অ্যাওয়ার্ড- শেরশাহ (পরিচালক বিষ্ণু বর্ধন)
সেরা লিরিক্স- কোন্ডা পোলাম (চন্দ্রবোস)
আরও পড়ুন- Chandrayan 3: চাঁদের মাটি ছুঁল ভারত, উদযাপনে শাহরুখ-অক্ষয় থেকে মিমি-দেব...
সেরা মিউজিক ডিরেকশন- পুষ্পা(১)- দেবী শ্রী প্রসাদ, আরআরআর- এম এম কীরাবাণী
সেরা মেকআপ আর্টিস্ট- প্রীতি শীল সিং ডিসুজা (গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি)
সেরা কস্টিউম ডিজাইনার- বীরা কাপুর (সর্দার উধম)
সেরা প্রোডাকশন ডিজাইন- সর্দার উধম (ডিজাইনার-দিমিত্রি মালিচ, মানসী ধ্রুব মেহতা)
সেরা এডিটিং- গঙ্গুবাই (সঞ্জয় লীলা বনশালি)
সেরা অডিওগ্রাফি- ঝিল্লি (অনীশ বসু), সর্দার উধম (সিনয় জোসেফ), ছাভিট্টু (অরুণ অশোক, সোনু কে পি)
সেরা চিত্রনাট্য- (অরিজিনাল) শশী কবীর (নায়াট্টু)
সেরা চিত্রনাট্য- (অ্যাডাপ্টেড) উৎকর্ষিনী বশিষ্ট ও সঞ্জয় লীলা বনশালি (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
সেরা সংলাপ- উৎকর্ষিনী বশিষ্ট ও প্রকাশ কাপাডিয়া (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
সেরা সিনেমাটেোগ্রাফি- অভীক মুখোপাধ্যায় (সর্দার উধম)
সেরা গায়িকা- শ্রেয়া ঘোষাল (মায়াভা ছায়াভা-তামিল)
সেরা গায়ক- কাল ভৈরব (আরআরআর-কোমুরাম ভীমুরো)
সেরা শিশু অভিনেতা- ভাবিন রাবারি (ছেলো শো)
সেরা সহ অভিনেত্রী- পল্লবী যোশী (দ্য কাশ্মীর ফাইলস)
সেরা সহ অভিনেতা- পঙ্কজ ত্রিপাঠী (মিমি)
সেরা অভিনেত্রী- আলিয়া ভাট(গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি), কৃতি স্যানন (মিমি)
সেরা অভিনেতা- অল্লু অর্জুন (পুষ্পা)
সেরা পরিচালক-নিখিল মহাজন (গোদাবরী)
সেরা শিশুদের ছবি- গান্ধী অ্যান্ড কোম্পানি (পরিচালক-মণীশ সাইনি)
নার্গিস দত্ত অ্যাওয়ার্ড (জাতীয় সংহতির জন্য ছবি)- দ্য কাশ্মীর ফাইলস
ফিল্ম ইন সোশ্যাল ইস্যু- অনুনাদ (অসম)
সেরা পপুলার ফিল্ম- আরআরআর (এস এস রাজামৌলী)
সেরা নবাগত পরিচালক- বিষ্ণু মোহন (মেপ্পাদিয়ান)
সেরা ছবি – রকেট্রি (পরিচালক-আর মাধবন)