প্রেম নয়, রণবীরের সঙ্গে সম্পর্ককে 'অসাধারণ বন্ধুত্ব' বলে ব্যাখ্যা আলিয়ার

আলিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের কথা এক সাক্ষাৎকারে খোলামেলাভাবেই জানিয়েছিলেন রণবীর। 

Updated By: Mar 29, 2019, 05:45 PM IST
প্রেম নয়, রণবীরের সঙ্গে সম্পর্ককে 'অসাধারণ বন্ধুত্ব' বলে ব্যাখ্যা আলিয়ার

নিজস্ব প্রতিবেদন:  রণবীর কাপুর ও আলিয়া ভাট যে প্রেম করছেন, সেটা আর নতুন কথা কী! সম্পর্কের শুরু থেকেই একে অপরে কখনওই এই সম্পর্কটাকে নিয়ে কোনও লুকোচুরি খেলেননি। গত বছর সম্পর্কের শুরুর দিকে আলিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের কথা এক সাক্ষাৎকারে খোলামেলাভাবেই জানিয়েছিলেন রণবীর। আবার আলিয়াও কখনও এই সম্পর্কের কথা অস্বীকার করেননি। 

সম্প্রতি, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে উঠে, রণবীরকে তাঁর জীবনের বিশেষ মানুষ হিসাবে উল্লেখ করে প্রকাশ্যেই 'আই লাভ ইউ' বলে বসেন আলিয়া। যা শুনে কিছুটা লজ্জা পেয়ে দর্শকাসনে বসা রণবীর হাত দিয়ে মুখ ঢাকেন। এমনকি সোশ্যাল মিডিয়াতেও রণবীরকে আলিয়া জীবনের বিশেষ মানুষ হিসাবে উল্লেখ করেন।  অন্যদিকে সেরা অভিনেতার পুরস্কার নিতে ওঠার সময় রণবীরও আলিয়াকে প্রকাশ্যে চুম্বন করেন।

আরও পড়ুন-কার্তিকের সঙ্গে 'ক্যান্ডেল লাইট ডিনার'-এ সইফ কন্যা সারার

আরও পড়ুন-রণবীরকে প্রেম নিবেদন আলিয়ার, প্রেমিকার গালে 'চুম্বন' রণবীরের

তবে সম্প্রতি ফিল্মফেয়ার ম্য়াগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রণবীরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলিয়া যা বলেছেন, তা শুনলে হয় এই জুটির ভক্তরা কিছুটা অবাক হবেন। আলিয়া, রণবীরের সঙ্গে তাঁর সম্পর্কটাকে 'অসাধারণ বন্ধুত্ব' বলে ব্যাখ্যা করেছেন। ফিল্মফেয়ারের তরফে আলিয়াকে প্রশ্ন করা হয় তিনি রণবীরের মতো এমন কঠিন মানুষকে তিনি কীভাবে সামলান? আলিয়াকে উত্তরে বলেন, ''রণবীর কোনও কঠিন বা জটিল মানুষ নন। ও একটা রত্ন।''

রণবীরের সঙ্গে তাঁর এই সম্পর্ককে 'সম্পর্কের ট্যাগ' না লাগিয়ে আলিয়া বলেন, ''এটা কোনও প্রেম নয়, এটা বন্ধুত্ব। আমি এই কথাটা সততার সঙ্গেই বলছি। আর এটা একটা অসাধারণ অনুভূতি। যেন আমি মেঘ ভর্তি আকাশে তারাদের পাশ দিয়ে হেঁটে চলেছি। সবথেকে বড় বিষয় হল আমরা দুজনেই আলাদা মানুষ। ও আর আমি দুজনেই এখন দুজনের পেশাগত দিক দিয়ে ভীষণ ব্যস্ত। আমরা দুজনেই এখন এতটাই ব্যস্ত, হয়ত লোকজন সবসময় আমাদের একসঙ্গে দেখতেও পাবেন না। আর এটাই সুন্দর সম্পর্কের অঙ্গ।''পরে আলিয়া তাঁর এই কথার সঙ্গে যোগ করেন ''নজর না লাগে। '' অর্থাৎ তাঁদের সুন্দর সম্পর্কে যেন কারোর নজর না লাগে।

আলিয়ার বলেন, একটা বই আছে যার নাম ''মাই ব্রিলিয়ান্ট ফ্রেন্ড।'' আর ''রণবীর ইজ মাই ব্রিলিয়ান্ট ফ্রেন্ড। এতে যেন কারোর নজর না লাগে। ''

আরও পড়ুন-একসঙ্গে বেড়াতে যাচ্ছেন রণবীর-দীপিকা ও রণবীর আলিয়া!

আরও পড়ুন-বরুণ-আলিয়ার 'হট' ফটোশ্যুট

অতীতে রণবীরের একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক, জটিলতা নিয়ে আলিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, '' এতে কিছুই যায় আসে না। কে এসব নিয়ে মাথা ঘামায়। এটা ওর জীবনের অঙ্গ। রণবীরের আগে আমিও তো প্রেম করেছি। এমনটা নয়, আমি করিনি। ''

প্রসঙ্গত, আগামী 'ব্রহ্মাস্ত্র' ছবিতে প্রথমবার একসঙ্গে , রণবীর-আলিয়াকে পর্দায় রোম্যান্স করতে দেখবে দর্শক।

.