'সত্য ও মিথ্যা' নিয়ে আলিয়ার বিশেষ পোস্ট, উদ্দেশ্য কি কঙ্গনা?
'ভাট কন্যা'র এই বিশেষ পোস্ট কি কঙ্গনা রানাওয়াতকে উদ্দেশ্য করেই লেখা? তৈরি হয়েছে জল্পনা।
নিজস্ব প্রতিবেদন : সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মহেশ ভাট, আলিয়া ভাট-কে একহাত নিয়েছেন কঙ্গনা রানাওয়াত। আর তার ঠিক পরপরই আলিয়ার ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে এল 'সত্য ও মিথ্যা' নিয়ে বিশেষ মতামত। 'ভাট কন্যা'র এই বিশেষ পোস্ট কি কঙ্গনা রানাওয়াতকে উদ্দেশ্য করেই লেখা? তৈরি হয়েছে জল্পনা।
আলিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে লেখা রয়েছেন, ''সত্য সবসময় সত্যই থাকে, তা কেউ বিশ্বাস করুক আর নাইবা করুক। আর মিথ্য, সবসময় মিথ্যাই থাকে, এমনকি সবাই সেটা বিশ্বাস করার পরও।'' আলিয়া কি এই পোস্ট কঙ্গনাকে খোঁচা দিয়েই লিখেছেন? উঠছে প্রশ্ন...
আরও পড়ুন-'সুইসাইড গ্যাং' বলে কটাক্ষ, পাল্টা কঙ্গনাকে ইঙ্গিত করেই কি টুইট মহেশ ভাটের?
আরও পড়ুন-সুশান্ত জীবনকে উপভোগ করা শেখালেন সঞ্জনাকে,ক্যামেরাবন্দি করলেন স্বস্তিকা
প্রসঙ্গত, রিপাবলিক টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে করণ জোহর, আদিত্য চোপড়, মহেশ ভাটের বিরুদ্ধে বিষেদাগার করেছেন কঙ্গনা।
তাঁদের 'সুইসাইড গ্যাং' বলে কটাক্ষ করেন। প্রশ্ন তোলেন সুশান্ত ও রিয়ার মাঝে মহেশ ভাট কী করছিলেন? পাশাপাশি করণ জোহর, আদিত্য চোপড়া, মহেশ ভাট, রাজীব মাসান্দকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না প্রশ্ন তোলেন কঙ্গনা। এমনকি কঙ্গনা আলিয়া ভাটকেও ছেড়ে কথা বলেননি। 'কফি উইথ করণ'-এর একটি গেম রাউন্ডে আলিয়ার 'কিল সুশান্ত'- মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন বলিউডের 'কুইন'। সুশান্তকে মানসিক ভাবে চাপ সৃষ্টি করার পিছনে এই 'গ্যাং'কেই দায়ী করেছেন কঙ্গনা।
#KanganaSpeaksToArnab | Kangana Ranaut minces no words on Nation Wants To Know with Arnab Goswami. Stay tuned to watch here - https://t.co/RZHKU3wOei@KanganaTeam pic.twitter.com/0oH2CAU9kS
— Republic (@republic) July 17, 2020
#KanganaSpeaksToArnab | I never thought of killing myself. But I wanted to shave my head off and disappear. I could not show my face in my village as there 'Izzat' is everything: Kangana Ranaut, Actress @KanganaTeam
Watch here live: https://t.co/rGQJsiKgt2 pic.twitter.com/lHoTycjYYx— Republic (@republic) July 18, 2020
তবে এই প্রথম নয়, এর আগেও আলিয়া 'গলি বয়' ছবির জন্য পুরস্কার পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা।
আরও পড়ুন-'ভালোবাসার প্রতিদান', বাড়ি ফিরে সোনুর নামে দোকান খুললেন ওডিশার পরিযায়ী শ্রমিক