`আ্যালাইভ`-অর্জুন রামপাল

মডেলিং এবং আ্যাক্টিংয়ের পর এবার `আ্যালাইভ`। এই নামেই একটি পারফিউম লঞ্চ করতে চলেছেন বলিউডের হার্টথ্রব অর্জুন রামপাল। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার এ জানিয়েছেন তিনি।

Updated By: Jan 9, 2012, 05:39 PM IST

মডেলিং এবং আ্যাক্টিংয়ের পর এবার `আ্যালাইভ`। এই নামেই একটি পারফিউম লঞ্চ করতে চলেছেন বলিউডের হার্টথ্রব অর্জুন রামপাল। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার এ জানিয়েছেন তিনি।
৩৯ বছরের এই অভিনেতা জানালেন `আ্যালাইভ` পারফিউমটি দুই ভাবে বাজারে আসছে। পুরুষদের জন্য এবং মহিলা পুরুষ উভয়ের জন্য। এর আগেও বলিউডে অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং শিল্পা শেঠীও নিজেদের নামে পারফিউম বের করেছিলেন। হলিউডের তারকা আ্যন্টোনিও ব্যান্ডেরাস, এলিজাবেথ টেলর এবং ব্রিটনে স্পেয়ার্সের নামেও পারফিউমের দামী ব্র্যান্ডস্ রয়েছে। `আ্যালাইভ` সম্পর্কে অর্জুনের বক্তব্য `সুগন্ধ মানুষকে শুধু ভালো অনুভূতিই দেয় না, মানুষকে তাজা ও প্রাণোচ্ছলও করে তোলে`। আগের বছর সেপ্টেম্বর মাসে তিনি পারফিউমটির ঘোষনা করেন। উদ্বোধন হতে চলেছে আগোমী সপ্তাহে।

.