Ameesha Patel: ‘খাবার-যাতায়াতের বিল দেননি গদরের প্রযোজক’, বিস্ফোরক অভিযোগ আমিশার

Ameesha Patel: ছবি মুক্তির আগেই বিস্ফোরক অভিযোগ আমিশা প্যাটেলের। বহু বছর পর পর্দায় ফিরছেন অভিনেত্রী। গদর ২ ছবিতে দেখা যাবে তাঁকে। ছবি মুক্তির আগেই প্রযোজনা সংস্থার অসহযোগিতা সম্পর্কে মুখ খোলেন অভিনেত্রী। 

Updated By: Jun 30, 2023, 06:26 PM IST
Ameesha Patel: ‘খাবার-যাতায়াতের বিল দেননি গদরের প্রযোজক’, বিস্ফোরক অভিযোগ আমিশার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘদিন বড়পর্দায় দেখা মেলেনি অভিনেত্রী আমিশা প্যাটেলের(Ameesha Patel)। গদর ২-এর((Gadar 2) হাত ধরেই কয়েক বছর পর পর্দায় ফিরতে চলেছেন তিনি। আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে গদর ২। তবে সেই ছবি মুক্তির আগেই এই ছবির প্রযোজনা সংস্থা অনিল শর্মা প্রোডাকশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন ছবির অভিনেত্রী আমিশা প্যাটেল। গদর ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবিতেও সাকিনার চরিত্রে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন- Bidya Sinha Saha Mim-Sandipta Sen: দুই বাংলার ছবি! কলকাতায় ঈদে শুভেচ্ছা জানিয়ে আক্রান্ত সন্দীপ্তা,ঢাকায় কোরবানি বিদ্যার

শুক্রবার চারটি ট্যুইট করেন আমিশা। সেখানে মে মাসে চন্ডীগড়ে যে ঘটনা ঘটে তা নিয়ে ফ্যানেদের জিজ্ঞাসার উত্তরেই লেখেন অভিনেত্রী। মে মাসের শেষে চন্ডীগড়ে শ্যুট করছিলেন তাঁরা। তিনি লেখেন, ‘অনেকেই জানতে চান যে অনিল শর্মা প্রোডাকশন থেকে অনেক টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার তাঁদের সঠিক পারিশ্রমিক ও যোগ্য পাওনা নাকি পায়নি। এই খবর সত্যি। কিন্তু জি স্টুডিয়ো এই প্রযোজনায় পা রাখে ও নিশ্চিত করে যে একটা প্রফেশনাল কোম্পানি তারা, তাই সকলের যোগ্য পাওনা তারা দেবে।’

আমিশা আরও লেখেন, ‘থাকার ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা, চন্ডীগড়ের শেষ দিনের শ্যুটিং, এমনকী খাওয়ার বিলও বাকী ছিল। কাস্টের বেশ কয়েকজনকে যাতায়াতের গাড়ি অবধি দেওয়া হয়নি। তাঁদের নিজেদের দায়িত্বেই যেতে হয়। কিন্তু অনিল শর্মা প্রোডাকশন যে সমস্যাগুলো তৈরি করেছিল, জি স্টুডিয়ো সেগুলো সংশোধন করে নেয়।’ অভিনেত্রী লেখেন যে সবাই জানেই যে অনিল শর্মা প্রোডাকশন হাউজ এই ছবির দায়িত্বে থাকলেও বারংবার তাঁরা সেই দায়িত্ব নিতে ফেল করে। পরবর্তী সময়ে নয়া প্রযোজনা সংংস্থা সেই সমস্যা মিটিয়েছে। পাশাপাশি কয়েকজনকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন- Jeetu Kamal on Divorce: ‘আমার স্ত্রী অনেকটাই ছোট আর ইমোশনাল’, বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জীতু...

 ‘গদর' মুক্তির ২২ বছর পেরিয়েছে। ২০০১ সালে মুক্তি পায় বলিউডের ব্লকবাস্টার ছবি 'গদর এক প্রেম কথা' । ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় সানি দেওল ও আমিশা প্যাটেলকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অমরেশ পুরি, লিলেট দুবে, সুরেশ ওবেরয়ের মতো তারকারা। বক্স অফিসে দারুণ সাফল্য পায় এই ছবি। কিছুদিন আগেই ঘোষণা হয় যে, জনপ্রিয় এই ছবির সিক্যুয়েল 'গদর ২' আসতে চলেছে। তার আগে দর্শকদের বড় চমক দিতে প্রেক্ষাগৃহে ১৫ই জুন ফের মুক্তি পেয়েছে 'গদর এক প্রেম কথা'। অগাস্টে মুক্তি পেতে চলেছে 'গদর ২', তবে এই ছবি মুক্তি পেতে এত সময় কেন লাগল সেই নিয়ে উঠছে প্রশ্ন। এর উত্তর জানিয়েছেন পরিচালক অনিল শর্মা নিজেই।

পরিচালক বলেন, "গতবছর একদিন শক্তিমান (অনিল শর্মার সহ লেখক) আমার বাড়ি আসেন এবং জানান গদর ২ এর জন্য একটি গল্প রয়েছে। তার মুখের হাসি দেখেই আমি বুঝেছিলাম সে গল্পটি লিখে ফেলেছে। শক্তিমান এমন একজন মানুষ যে সে জানে কখন সে কোন গল্প নিয়ে নিশ্চিত এবং কখন সে নয়। এছাড়া তার সঙ্গে বহু বছর কাজ করার ফলে আমি বুঝতে পারি সে গল্পটিকে সঠিক ভাবে দাঁড় করিয়ে ফেলেছে।"এরপর অনিল শর্মা জানান, পরেরদিন সকালে তিনি এই খবরটি তাঁর কাছের লোকজনদের কাছে পৌঁছে দেন "আমি এই সুখবরটি জানাই আমার স্ত্রী, সানি দেওল এবং জি স্টুডিওকে। এরপর দুর্দান্তভাবে তাঁরা কাজটি সেরে ফেলে।" 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.