Amitabh Bachchan: দ্বিতীয়বার করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন, চিন্তায় অনুরাগীরা
মঙ্গলবার নিজেই ট্যুইটে লেখেন, '' এইমাত্র জানলাম কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। বিগত কিছুদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করব কোভিড পরীক্ষা করিয়ে নিতে।''
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উদ্বেগ বাড়িয়ে ফের করোনা আক্রান্ত (Covid Positive) হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। দ্বিতীয়বার কোভিড পজিটিভ বিগ বি, নিজেই টুইট করে জানালেন সে কথা।তবে করোনার কোনও উপসর্গ দেখা গিয়েছে কিনা, শারীরিক অবস্থা কেমন আছে, সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানাননি বলিউডের শাহেনশা। মঙ্গলবার নিজেই ট্যুইটে লেখেন, '' এইমাত্র জানলাম কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। বিগত কিছুদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করব কোভিড পরীক্ষা করিয়ে নিতে।''
T 4388 - I have just tested CoViD + positive .. all those that have been in my vicinity and around me, please get yourself checked and tested also ..
— Amitabh Bachchan (@SrBachchan) August 23, 2022
সূত্রের খবর, আপাতত বাড়িতেই আইসোলেশনে আছেন অমিতাভ। এর আগে ২০২০-র জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। অভিনেতাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দু’সপ্তাহের বেশি চিকিৎসাধীন ছিলেন সিনিয়র বচ্চন। আপাতত 'কৌন বনেগা ক্রোড়পতি'-র ১৪ তম সংস্করণের শুটিং করছিলেন অমিতাভ। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি। আপাতত শ্যুটিং স্থগিত রাখতে হতে পারে বলেই ধারণা।
২ বছর আগে অমিতাভ করোনা আক্রান্ত হওয়ার আগামী দিনই অভিষেক বচ্চনের করোনা রিপোর্ট-ও পজিটিভ আসে। আক্রান্ত হন ঐশ্বর্য রাই বচ্চনও। ভক্তরা ইতিমধ্যেই চিন্তিত তাদের সুপারস্টারকে নিয়ে। কমেন্টে সুস্থতার কামনা করেছেন অনুরাগীরা। অনেকেই অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। নেটিজেনরা ৭৯ বয়সী অভিনেতার জন্য খুব চিন্তিত এবং মন্তব্যে হাত মেলানো ইমোজিগুলি ছেড়ে দিয়েছে।
সামনেই অনেকগুলো কাজ রয়েছে তাঁর। তবে করোনা পজিটিভ হওয়ায় কতদিন তা থমকে থাকবে এখনই বলা যাচ্ছে না। আপাতত অমিতাভ বচ্চন 'কৌন বনেগা ক্রোড়পতি'-এর নতুন সিজন নিয়ে ব্যস্ত ছিলেন। 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান', 'উনচাই', 'গুডবাই', 'প্রজেক্ট কে' এবং 'দ্য ইন্টার্ন' রিমেক-সহ তার অনেকগুলি ছবি মুক্তির অপেক্ষায়। তবে খুব শীঘ্রই সুস্থ হয়ে কাজে ফিরবেন তিনি এমনটাই আশা সকলের।
আরও পড়ুন, Kaushik Sen: ‘বিজেপি আসার পর ধর্ম ইস্যু হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সবাই এই কারণে ছবি বয়কট করছে না’