শত্রুঘ্নকে মেরে কেঁদে ফেলেছিলেন অমিতাভ
হিরো, ভিলেনকে মারছে। ভিলেনের মুখ ফেটে রক্ত বেরোচ্ছে। মারকাটারি অ্যাকশন সিন। অনবদ্য স্টান্ট। সিনেমা হলজুড়ে প্রবল হাততালি। কিন্তু ক্যামেরার পেছনে কাজ করে একটা অন্য সমীকরণ। আবেগের চোরা স্রোতে ডুব দেন পর্দার কুশীলবরা।
হিরো, ভিলেনকে মারছে। ভিলেনের মুখ ফেটে রক্ত বেরোচ্ছে। মারকাটারি অ্যাকশন সিন। অনবদ্য স্টান্ট। সিনেমা হলজুড়ে প্রবল হাততালি। কিন্তু ক্যামেরার পেছনে কাজ করে একটা অন্য সমীকরণ। আবেগের চোরা স্রোতে ডুব দেন পর্দার কুশীলবরা। সেই সব আবেগেরই কিছু মুহূর্ত, কিছু ঘটনা উঠে এল অভিনেতা তথা সাংসদ শত্রুঘ্ন সিন্হার জবানিতে।
জানালেন তাঁর আর বিগ-বির কিছু আবেগঘন মুহূর্তের কথা। কীভাবে তাঁকে ভুল করে মেরে কেঁদে ফেলেছিলেন অমিতাভ বচ্চন।
একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে শত্রুঘ্ন সিন্হা জানিয়েছেন, বম্বে টু গোয়া সিনেমায় অমিতাভের সঙ্গে একটি মারপিটের দৃশ্যের শ্যুটিং চলাকালীন অমিতাভ ভুলবশত তাঁর মাথা দিয়ে সজোরে মারেন শত্রঘ্নের থুতনিতে। থুতনি ফেটে রক্ত বেরোতে থাকে। সবাই ভয় পেয়ে যায়। কিন্তু বিগ-বি কেঁদে ফেলেন। তবে `কালা পাত্থর` শ্যুটিংয়ে দুজনেই বেশ সতর্ক ছিলেন। বিহারিবাবুর বক্তব্য অনুযায়ী, ওই ছবিতে অনেক্ষণ মারপিটের একটি সিন ছিল। কিন্তু আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে হাত চালানোর ব্যাপারে শত্রুঘ্ন ও অমিতাভ দুজনেই নাকি বেশ সতর্ক ছিলেন।