Brad Pitt-র বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার প্রমাণ রয়েছে, দাবি Angelina Jolie-র

অ্যাঞ্জেলিনা-র জমা দেওয়া নথি বলছে, তাঁর ও তারকা দম্পতির সন্তানরাও গার্হস্থ্য হিংসার বিষয়ে আদালতে সাক্ষী দিতে রাজি হয়েছেন। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Mar 18, 2021, 02:21 PM IST
Brad Pitt-র বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার প্রমাণ রয়েছে, দাবি Angelina Jolie-র

নিজস্ব প্রতিবেদন: সালটা ২০১৬, একে অপরের থেকে আলাদা হয়ে যান অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিট (Angelina Jolie-Brad Pitt) সম্প্রতি বিবাহ-বিচ্ছেদের মামলায় আদালতে নতুন নথি জমা দিলেন অ্যাঞ্জেলিনা (Angelina Jolie)। যেখানে ব্র্যাড পিটের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁর দাবি, তিনি নিজের অভিযোগের ভিত্তিতে যথেষ্ট তথ্য-প্রমাণ জমা দিতে পারবেন। অ্যাঞ্জেলিনা-র জমা দেওয়া নথি বলছে, তারকা দম্পতির সন্তানরাও গার্হস্থ্য হিংসার বিষয়ে আদালতে সাক্ষী দিতে রাজি হয়েছেন। 

প্রসঙ্গত, ২০০৪ সালে 'মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ' ছবিতে কাজ করতে গিয়ে অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিটের আলাপ হয়। বহু বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৪ সালে বিয়ে করেন দুই হলিউড তারকা। তবে বিয়ের ২ বছরের মাথাতেই একে অপরের সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েন তারকা দম্পতি। যদিও তাঁদের আইনত বিচ্ছেদ হয়নি। তারকা দম্পতির ৬ সন্তান রয়েছে। মার্কিন সংবাদপত্র সূত্রে খবর অ্যাঞ্জেলিনা-ব্র্যাডের সন্তানরাও বাবা-মায়ের সম্পর্কের তিক্ততা ও গার্হস্থ্য হিংসার বিষয়ে আদালতে মুখ খুলতে রাজি হয়েছেন। 

প্রসঙ্গত, গত ৪ বছরে ব্র্যাড পিটের (Brad Pitt) বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন অ্যাঞ্জেলিনা। যদিও তার কোনওটাই এখনও প্রমাণিত নয়। ব্র্যাড-কে আঘাত করতে অভিনেত্রী তাঁর সন্তানদেরও ব্যবহার করছেন বলেও অভিযোগ রয়েছে। 

.