Anjali Arora: কাঁচা বাদাম নেচে ভাইরাল হওয়া অঞ্জলি আবার খবরে, এবার প্রেমে হাবুডুবু খেয়ে...

কোমর দুলিয়ে ভাইরাল হয়েছিলেন অঞ্জলি আরোরা।  এখন প্রেম করছেন তিনি। তাঁর প্রেমিককে চেনেন?

Updated By: Mar 24, 2023, 07:22 PM IST
Anjali Arora: কাঁচা বাদাম নেচে ভাইরাল হওয়া অঞ্জলি আবার খবরে, এবার প্রেমে হাবুডুবু খেয়ে...

শতরূপা কর্মকার: কাঁচা বাদাম গানে কোমর দুলিয়ে ভাইরাল হয়েছিলেন অঞ্জলি আরোরা। বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রীদের থেকেও সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান-ফলোয়িং ঢের বেশি। অদ্ভুত অঙ্গভঙ্গি, পোশাক ও  ঠোঁট মিলিয়ে নেচে নেটপাড়ায় যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেন তিনি। পরে একতা কাপুর প্রযোজিত রিয়েলিটি শো লক আপ সিজন ১ -এও দেখা যায় তাঁকে। কঙ্গনা রানাওয়াত ছিলেন সেই শোয়ের হোস্ট। লক আপ থেকেই তাঁর জনপ্রিয়তা বেড়ে যায় আরও কয়েকগুণ।

কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। তবে ইদানীং সেই জল্পনা সত্যি করেই তাঁকে দেখা যাচ্ছে তাঁর প্রেমিকের সঙ্গে। সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্য়েই তাঁদের ছবি পোস্ট করেন অঞ্জলি।

 

আরও পড়ুন: Deepika Padukone-Ranveer Singh: চোখের বালি? দীপবীরের সুখের সংসারে ভাঙনকাল!

 

জানা গিয়েছে অঞ্জলির স্বপ্নের পুরুষটির নাম আকাশ সানসানওয়াল। পেশায় রাজনীতিক। শোনা যাচ্ছে বিজেপির সঙ্গে তিনি যুক্ত।

 

বিভিন্ন ইভেন্টে বেশ কয়েকবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কের কথা জানিয়ে অঞ্জলি বলেন, আকাশ খুব বুঝদার মানুষ। সেইজন্য়ই তিনি আকাশকে যথেষ্ট শ্রদ্ধা করেন।

 

আরও পড়ুন: 3 Idiots Sequel: আসছে থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েল! করিনার পোস্টে অশুভ ইঙ্গিত...

সম্প্রতি অঞ্জলির একটি এমএমএস ভাইরাল হয়। ওই নগ্ন ভিডিয়োতে তাঁর মুখ দেখা গিয়েছিল মনে হলেও অঞ্জলি সেই দাবি নস্যাৎ করে দেন। এমএমএস-এর ব্য়াপারে তিনি বলেন, আকাশ একবারের জন্যেও কিছু জিগ্য়েস করেননি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)