স্বরা ভাস্করকে গ্রেফতারের দাবিতে উত্তাল নেটদুনিয়া, টুইটারে ট্রেন্ডিং #ArrestSwaraBhaskar

ক্ষুব্ধ অভিনেত্রী লিখেছেন, ''শুধু এই কারণেই আমার তারকা বন্ধুরা শুধু হাতির মৃত্যু নিয়েই সরব হন।''

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 7, 2020, 02:35 PM IST
স্বরা ভাস্করকে গ্রেফতারের দাবিতে উত্তাল নেটদুনিয়া, টুইটারে ট্রেন্ডিং #ArrestSwaraBhaskar

নিজস্ব প্রতিবেদন : স্বরা ভাস্করকে গ্রেফতারের দাবিতে উত্তাল নেট দুনিয়া। শনিবার দিনভর টুইটারে ট্রেন্ডিং #ArrestSwaraBhaskar। খবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বরা। ক্ষুব্ধ অভিনেত্রী লিখেছেন, ''শুধু এই কারণেই আমার তারকা বন্ধুরা শুধু হাতির মৃত্যু নিয়েই সরব হন।''

কেন এমন দাবি?

গত এপ্রিলে সন্ত্রাসবাদ আইনে ২১ মাসের অন্তঃসত্ত্বা তরুণী সফুরাকে গ্রেফতার করা হয়।  তিনি উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা ছড়ানোর ঘটনায় অভিযুক্ত। অন্তঃসত্ত্বা তরুণীকে ছেড়ে দেওয়ার দাবির পাশাপাশি একই কারণে স্বরা ভাস্করকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন কিছু নেটিজেন। টুইটারে প্রায় ২২ হাজারেরও বেশি ইউজার এনিয়ে টুইট করেছেন। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ''কেন স্বরাকে গ্রেফতার করা হবে না, তাঁর কারণ দেখান? কেউ আবার লিখেছেন ''দিল্লি হিংসার ঘটনায় স্বরা ভাস্করেরও সমান ভূমিকা রয়েছে।''

আরও পড়ুন-টেলি তারকা ভাই-বোনের দেহ উদ্ধার, লকডাউনে আর্থিক অনটনের কারণেই কি আত্মহত্যা?

আর এতেই ক্ষুব্ধ স্বরা লিখেছেন, ''এই কারণেই আমার তারকা বন্ধুরা শুধুমাত্র হাতির মৃত্যু ছাড়া অন্যকিছু নিয়ে মুখ খুলতে চান না।''

প্রসঙ্গত, CAA, NRC, জামিয়া মিলিয়া, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ঘটনা সহ বিভিন্ন ক্ষেত্রে শাসক দলকে তোপ দেগেছিলেন স্বরা ভাস্কর। প্রকাশ্যে বিভিন্ন বক্তব্যও রেখেছিলেন অভিনেত্রী। স্বরার বক্তব্যের সেইরকমই কিছু ভিডিয়ো নতুন করে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। আর সেকারণেই নেটিজেনদের একাংশ স্বরা ভাস্করের গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন।

আরও পড়ুন-২০০জন ইডলি বিক্রেতাকে বাড়ি পাঠালেন সোনু, অভিনেতার আরতি করলেন মহিলারা

.