Aryan Khan Drugs Case: ছেলের গ্রেফতারির পর Shahrukh-র বিজ্ঞাপন সরালো Byju

 সর্বভারতীয় সংবাদ-মাধ্যমের প্রতিবেদন অনুসারে, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাগাতার আক্রমণের মুখে Byju-র তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Oct 9, 2021, 03:51 PM IST
Aryan Khan Drugs Case: ছেলের গ্রেফতারির পর Shahrukh-র বিজ্ঞাপন সরালো Byju

নিজস্ব প্রতিবেদন : ক্রুজ পার্টি মাদক মামলায় গ্রেফতার হয়েছে ছেলে আরিয়ান খান (Aryan Khan)। এরপর ফের বড় ধাক্কা খেলেন শাহরুখ (Shah Rukh Khan)। কিং খানকে দিয়ে করানো তাঁদের সমস্ত বিজ্ঞাপন আপাতত সরিয়ে নিল ছোটদের শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত অ্যাপ Byju। জানা যাচ্ছে, বিজ্ঞাপনের জন্য অগ্রীম বুকিং সত্ত্বেও সংস্থার তরফে সমস্ত বিজ্ঞাপন তুলে নেওয়া হয়েছে। সর্বভারতীয় সংবাদ-মাধ্যমের প্রতিবেদন অনুসারে, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাগাতার আক্রমণের মুখে Byju-র তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। 

২০১৭ সালে ছোটদের শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত অ্যাপ Byju-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন শাহরুখ (Shah Rukh Khan)। কিং খান ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পরই নাকি এই সংস্থার আয় দ্বিগুন বেড়ে গিয়েছিল। বিজ্ঞাপনে ছোটদের ভবিষ্যৎ এবং শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে শাহরুখকে পরামর্শ দিতে শোনা যায়। সম্প্রতি আরিয়ান খানের গ্রেফতারির পরই কিং খানের সেই পরামর্শ শুনতে নারাজ বহু গ্রাহক। টুইটারে এনিয়ে লাগাতার আক্রমণ শুরু হয়। এক নেটিজেন লিখে বসেন, ''নিজের ছেলেরই খেয়াল রাখতে পারলেন না, দেশের বাচ্চাদের শিক্ষা নিয়ে জ্ঞান দিচ্ছেন।'' আরও এক নেটিজেন লেখেন,''যে নিজের সন্তানদের ঠিক করে মানুষ করতে পারেননি, তাঁর মুখে ভালো বাবা-মা হওয়ার পরামর্শ মানায় না।'' কেউ আবার শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত অ্যাপ Byju-কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। 

আরও পড়ুন-Aryan Khan Drugs Case: এবার প্রযোজক ইমতিয়াজ খাতরির বাড়িতে রাতভর তল্লাশি NCB-র

আর এই বিতর্কের পরই Byju-র তরফে শাহরুখকে দিয়ে করানো তাঁদের সমস্ত বিজ্ঞাপন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বাইজু শাহরুখ খানের জন্য সবচেয়ে বড় স্পনসরশিপের মধ্যে একটি ছিল। জানা যাচ্ছে এই সংস্থার সঙ্গে শাহরুখের ৩-৪ কোটি টাকার বার্ষিক চুক্তি ছিল। এছাড়া মেগাস্টার হুন্ডাই, এলজি, দুবাই ট্যুরিজম এবং রিলায়েন্স জিও -এর মতো বেশ কয়েকটি সংস্থার মুখ হলেন কিং খান। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.