বিয়ে ভাঙছে ‘বালিকা বধূ’ অভিনেত্রীর

৫ বছরের বিয়ে ভেঙে বেরিয়ে আসছেন তোরাল

Updated By: Jul 10, 2018, 01:13 PM IST
বিয়ে ভাঙছে ‘বালিকা বধূ’ অভিনেত্রীর

নিজস্ব প্রতিবেদন : জুহি পারমার এবং সচিন শ্রফের পর এবার বিয়ে ভাঙছে আরও এক জনপ্রিয় টেলি অভিনেত্রীর। ‘বালিকা বধূ’-র আনন্দী ওরফে তোরাল রাজপুত্রের বিয়ে ভাঙছে প্রায় ৫ বছর পর।

২০১২ সালে তোরালের সঙ্গে বিয়ে হয় ধবল নামে এক ব্যবসায়ীর। কিন্তু, বিয়ের ১ বছর পর থেকেই শুরু হয় গন্ডগোল। ২০১৫ সালে শ্বশুরবাড়ি থেকে বাবা-মায়ের কাছে গিয়ে থাকতে শুরু করে ‘বালিকা বধূ’-র আনন্দী। এরপরই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তোরাল।

আরও পড়ুন : মাথায় ঝুলছে ধর্ষণের অভিযোগ, তার মাঝেই চুপিসাড়ে বিয়ে সারছেন মিঠুনের ছেলে!

তিনি বলেন, বেশ কিছু বিষয় নিয়ে তাঁদের মধ্যে মত পার্থক্য শুরু হয়। সেই কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। শুধু তাই নয়, সম্পর্ক যে পর্যায়ে পৌঁছে গিয়েছে, সেখান থেকে তাঁদের আর নতুনভাবে সংসার করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তোরাল। তবে, ধবল এবং তিনি ভাল বন্ধু। এবং তাঁদের বন্ধুত্ব সব সময় বজায় থাকবে বলেও জানিয়েছেন টেলি অভিনেত্রী।  প্রসঙ্গত, প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের পর ‘বালিকা বধূ’ আনন্দীর চরিত্রে অভিনয় শুরু করেন তোরাল।

.