Bengal Weather Update: তাপমাত্রা ধপ করে ১০ ডিগ্রির নীচে নেমে যাবে! ক'দিন পরেই আসছে হাড়-কাঁপানো ঠান্ডা...

Bengal Winter Update: মঙ্গলবারের বিকেলের আবহাওয়া। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, কুয়াশার দাপট থাকবে, দৃশ্যমানতা কমবে, হালকা শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা, হালকা বৃষ্টিরও সম্ভাবনা! শীত তাহলে কবে থেকে পড়বে?

Updated By: Jan 7, 2025, 07:11 PM IST
Bengal Weather Update: তাপমাত্রা ধপ করে ১০ ডিগ্রির নীচে নেমে যাবে! ক'দিন পরেই আসছে হাড়-কাঁপানো ঠান্ডা...

অয়ন ঘোষাল: এসে গেল মঙ্গলবারের বিকেলের আবহাওয়া। জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের ডিরেক্টর হাবিবুর রহমান বিশ্বাস। কী বললেন? বললেন, কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা কমবে। হালকা শিলাবৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা। হালকা বৃষ্টিরও সম্ভাবনা। আগামী শুক্রবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

আরও পড়ুন: Mecca and Madina Flooded: মরুদেশে ভয়াবহ বৃষ্টিবন্যা! জলের তলায় শহর, জনজীবন সম্পূর্ণ স্তব্ধ...

জানা গিয়েছে, কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কমবে ৫০ মিটারের কাছাকাছি। দক্ষিণবঙ্গে মাঝারি কুয়াশা। বেশি কুয়াশার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায়। উত্তর ও দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা খুব সকালের দিকে।

মঙ্গলবার রাতে বা বুধবার সকালের দিকে হালকা শিলাবৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং উত্তরের উঁচু পার্বত্য এলাকায়। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বাকি আর কোনও জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

কাল ও পরশু পরপর দুদিন তাপমাত্রা কমবে।‌ পারদ নামায় ফিরবে শীতের আমেজ। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে। আগামী আটচল্লিশ ঘণ্টায় এই তাপমাত্রা কমার সম্ভাবনা। তবে কনকনে ঠান্ডা বা জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই।

আরও পড়ুন: HMPV in Maharashtra: ভারতেও থাবা বসিয়েছে HMPV! রাজ্যে-রাজ্যে বাড়ছে সংক্রমণ! লকডাউনই ভবিষ্যৎ? এবার সন্দেহের তালিকায়...

কলকাতায় বুধবার সকালের দিকে হালকা কুয়াশা সম্ভাবনা। বুধবার দু ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। বৃহস্পতিবারে আরো এক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। শুক্রবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে।পশ্চিমের জেলায় পারদ ১০ ডিগ্রির নীচে নামবে বেশ কিছু জেলায়। তবে ৫ দিন পরে ফের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। তবে ফের পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে ৪/৫ দিন পর তাপমাত্রা আরও এক দফায় বাড়তে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.