Sohail Khan's Son Arrested on Rape Case: ফাঁকা বাড়িতে তরুণীকে 'ধর্ষণ', কুকর্মের 'ভিডিওগ্রাফি'; গ্রেফতার অভিনেতা সোহেল খানের ছেলে

১০ লক্ষ টাকা চেয়ে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে অভিনেতা-পুত্রের বিরুদ্ধে

Updated By: Feb 23, 2022, 07:19 PM IST
Sohail Khan's Son Arrested on Rape Case: ফাঁকা বাড়িতে তরুণীকে 'ধর্ষণ', কুকর্মের 'ভিডিওগ্রাফি'; গ্রেফতার অভিনেতা সোহেল খানের ছেলে

নিজস্ব প্রতিবেদন: বিপাকে অভিনেতা সোহেল খানের ছেলে মুশফিকুর রহমান। তাঁর বিরুদ্ধে ধর্ষণ এবং সেই কুকর্মের ভিডিওগ্রাফি করার অভিযোগ করেছেন এক তরুণী। অভিনেতা-পুত্র টাকা চেয়ে তাঁকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মুশফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিস। তাঁকে ২ দিনের হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, ২০১৮ সালে নির্যাতিতার সঙ্গে সোহেল খানের ছেলে মুশফিকুর রহমানের পরিচয় হয়। তখন বোনের বাড়িতে থাকতেন মুশফিকুর। হোয়াটসঅ্য়াপের মাধ্য়মে তাদের কথাবার্তা হত। এরপর তাদের বন্ধুত্ব গাঢ় হতে থাকে। ২০১৯ সালে বোনের অবর্তমানে একদিন ওই তরুণীকে বাড়িতে ডাকেন অভিযুক্ত। সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। অভিযোগ, মোবাইলে সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তুলে রাখে মুশফিকুর। এরপর ২০২২-এর ৯ জানুয়ারি একটি হোটেলে ফের ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় অভিযুক্ত। নির্যাতিতার অভিযোগ, এরপর ভিডিও দেখিয়ে তাঁর থেকে ১০ লক্ষ টাকা চায় মুশফিকুর। টাকা না দিলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে। 

জানা গিয়েছে, অভিনেতা সোহেল খানের ছেলে মুশফিকুর রহমানের বিরুদ্ধে রবিবার বাংলাদেশের ঢাকার ক্য়ান্টনমেন্ট থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সোমবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। ওইদিনই তাকে আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে অভিযুক্তকে দু'দিনের হেফাজতে নেয় পুলিস। বৃহস্পতিবার ফের তাকে আদালতে পেশ করা হবে। এ বিষয়ে গুলশানের ক্যান্টনমেন্ট থানার ওসি কাজি সাহান হক জানান, ধৃতকে জেরা করে বেশ কিছু প্রমাণ পাওয়া গিয়েছে। আপত্তিকর ভিডিও তোলার তথ্য-প্রমাণ মিলেছে। অনেক দোষ অভিযুক্ত স্বীকারও করেছে। 

আরও পড়ুন: Rs 200cr Fraud Case: শুধু জ্যাকলিন নয়, প্রতারক সুকেশের ফাঁদে বলিউডের ৩ নায়িকা, ফাঁস চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন: Poonam Pandey In Lock Upp: প্রকাশ্যে জামার চেন খোলার অভিযোগ! 'গ্রেফতার' পুনম পাণ্ডে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.