আইফায় বাজিমাত বরফির, ব্রাত্য পান সিং তোমার

আইফাতেও শাসন করল নির্বাক বরফি। সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা অভিনেতা। তিনটি পুরস্কারই গেল বরফির ঝুলিতে। তবে সেরা অভিনেত্রীর দৌড়ে বিদ্যা বাগচির কাছে হার মানলেন ঝিলমিল চ্যাটার্জি। কাহানি ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন বিদ্যা বালন। তবে পুরস্কারের তালিকায় ব্রাত্য রইল পান সিং তোমার।

Updated By: Jul 7, 2013, 07:09 PM IST

আইফাতেও শাসন করল নির্বাক বরফি। সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা অভিনেতা। তিনটি পুরস্কারই গেল বরফির ঝুলিতে। তবে সেরা অভিনেত্রীর দৌড়ে বিদ্যা বাগচির কাছে হার মানলেন ঝিলমিল চ্যাটার্জি। কাহানি ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন বিদ্যা বালন। তবে পুরস্কারের তালিকায় ব্রাত্য রইল পান সিং তোমার।
মোট ১৩টি পুরস্কার জিতে প্রথম স্থানে রয়েছে বরফি। পাঁচিটি পুরস্কার জিতেছে অগ্নিপথ, চারটি পুরস্কার গিয়েছে ভিকি ডোনরের ঝুলিতে, কাহানি ও গ্যাংস অফ ওয়াসেপুর দুটি করে ও ইংলিশ ভিংলিশ, বোল বচ্চন, এক থা টাইগার ও জব তক হ্যায় জান একটি করে পুরস্কার জিতেছে। অবিশ্বাস্য ভাবেই পুরস্কারের তালিকায় নাম নেই পান সিং তোমারের।

দর্শকদের বিচারে বছরের সেরা জুটির পুরস্কার জিতেছেন দীপিকা পাডুকোন ও রনবীর কপূর। ডিজিটাল স্টার অফ দ্য ইয়ার হয়েছেন শাহরুখ খান। ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন জাভেদ আখতার। অন্যদিকে ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ছবিতে অবদানের জন্য সম্মানিত করা হয়েছে অনুপম খেরকে।
অন্যান্য পুরস্কার-
সেরা সহ অভিনেতা- অনু কপূর (ভিকি ডোনর)
সেরা সহ অভিনেত্রী- অনুষ্কা শর্মা (জব তক হ্যায় জান)
সেরা নবাগত- আয়ুষ্মান খুরানা (ভিকি ডোনর)
সেরা নবাগতা- ইয়ামি গৌতম (ভিকি ডোনর)
কমিক চরিত্রে সেরা অভিনয়- অভিষেক বচ্চন (বোল বচ্চন)
নেগেটিভ চরিত্রে সেরা অভিনয়- ঋষি কপূর (অগ্নিপথ)
সেরা গল্পো- অনুরাগ বসু (বরফি)
সেরা নবাগত পরিচালক- গৌরি শিন্ডে (ইংলিশ ভিংলিশ)

মিউজিক-
সেরা সঙ্গীত পরিচালক- প্রীতম (বরফি)
সেরা লিরিক- অমিতাভ ভট্টাচার্য (মুঝ মে কহি, অগ্নিপথ)
সেরা গায়ক- সোনু নিগম (অগ্নিপথ)
সেরা গায়িকা- শ্রেয়া ঘোষাল (চিকনি চামেলি, অগ্নিপথ)
সেরা সাউন্ড ডিজাইন- সাজিদ কোয়েরি (বরফি)
সেরা আবহ সঙ্গীত- প্রীতম (বরফি)
টেকনিক্যাল-
সেরা অ্যাকশন- শ্যাম কৌশল (গ্যাংস অফ ওয়াসেপুর)
সেরা স্পেশ্যাল এফেক্টস- এক থা টাইগার
সেরা কোরিওগ্রাফি- গনেশ আচারিয়া (চিকনি চামেলি, অগ্নিপথ)
সেরা সিনেমাটোগ্রাফি- বরফি
সেরা পোশাক- আকি নরুলা ও শেফালিনা (বরফি)
সেরা সংলাপ- গ্যাংস অফ ওয়াসেপুর ও ভিকি ডোনর
সেরা এডিটিং- নম্রতা রাও (কাহানি)
সেরা মেক আপ- বরফি
সেরা প্রোডাকশন ডিজাইন- বরফি
সেরা চিত্রনাট্য- বরফি
সেরা সাউন্ড মিক্সিং- বরফি
সেরা সাউন্ড রেকর্ডিং- বরফি

.