ISKCON: সাধু আজ চোর বটে! ফের লাইমলাইটে ইস্কন, মন্দিরের লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট...
Mathura: দানের টাকা একত্রিত করে তা ধর্মীয় সংগঠনের কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার দায়িত্ব ছিল ওই অভিযুক্তের। কর্তৃপক্ষের অভিযোগ, শুধু দানের টাকা চুরিই নয়, রসিদের খাতাও সঙ্গে নিয়ে পালিয়েছেন অভিযুক্ত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের শিরোনামে ইস্কন (ISKCON Temple)। তবে এবার মথুরায়। মন্দিরে ভক্তদের দান করা লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল মথুরার ইস্কনের কর্মীর বিরুদ্ধে। ইস্কনের সেবায়িত কর্মী সম্প্রতি শনিবার প্রণামির বাক্স থেকে লক্ষ লক্ষ টাকা এবং রসিদের বই সমস্ত নিয়ে পালিয়ে যান। সেই কর্মীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর।
মথুরার পুলিস সুপারিন্টেন্ডেন্ট জানিয়েছেন, ইস্কন মন্দিরের চিফ ফিনান্স অফিসার বিশ্বনাম দাস শুক্রবার মধ্যরাতে এফআইআর দায়ের করেছেন সেই কর্মীর বিরুদ্ধে। দানের টাকা একত্রিত করে তা ধর্মীয় সংগঠনের কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার দায়িত্ব ছিল ওই অভিযুক্তের। মন্দির কর্তৃপক্ষের তরফে শনিবার জানানো হয়, মুরলিধর দাস মধ্যপ্রদেশের ইন্ডোরের মাধব কলোনির বাসিন্দা। মন্দিরের দান সংগ্রহের দায়িত্বে ছিলেন। হঠাৎই বিপুল পরিমাণ টাকা-সহ গা ঢাকা দেন।
বিশ্বনাম দাস ২৭ ডিসেম্বর এসএসপি শৈলেশ কুমার পান্ডের কাছে একটি আবেদন জমা দিয়েছিলেন, সেখানেই কথিত চুরি সম্পর্কে জানিয়েছিলেন। পরবর্তীতে প্রাথমিক তদন্ত হওয়ার পর এফআইআর দায়ের হয়। মন্দিরের পিআরও রবি লোচন দাস জানান, মুরলিধর দাস, যাকে অনুদানের টাকা সংগ্রহ করে মন্দির কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি নিখোঁজ।
তাঁর দাবি, আরও যাচাইয়ের পরেই তিনি মন্দিরে কত টাকা জমা রেখেছেন তা জানা যাবে।” পুলিস জানিয়েছে, চুরি হওয়া টাকার পাশাপাশি সে ৩২টি সিট সম্বলিত রসিদ বই নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া অর্থ উদ্ধারে ব্যাপক তদন্ত চলছে। পিআরও উল্লেখ করেছেন যে অনুরূপ ঘটনা আগেও ঘটেছিল, যখন সৌরভ নামে এক ব্যক্তি অনুদানের টাকা এবং একটি রসিদ বই নিয়ে পালিয়ে গিয়েছিল। তবে চুরি হওয়া অর্থ উদ্ধারের আগেই সৌরভ মারা যায়।
আরও পড়ুন, HMPV Virus in India: এবার তিন মাসের শিশু! HMPV ভাইরাসের দ্বিতীয় কেস দেশে, আতঙ্কে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)