Shahid Kapoor: বেপরোয়া পুলিস শাহিদ, 'দেবা' এসেই বাঁধাল ধুন্ধুমার...

Shahid Kapoor | Deva Teaser Out: ফের রোল, ক্যামেরা অ্যান্ড 'অ্যাকশনে' নয়া অবতার শাহিদ কাপুরের। ২০২৫-এ প্রথম ছবির টিজার প্রকাশ্যে আসতেই পুলিসের লুকে শাহিদ দর্শকদের মনে সাড়া ফেলেছে। 

Updated By: Jan 6, 2025, 05:45 PM IST
Shahid Kapoor: বেপরোয়া পুলিস শাহিদ, 'দেবা' এসেই বাঁধাল ধুন্ধুমার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তেরি বাতো মে উলঝা জিয়া, কবীর সিং এর মতো সিনেমা বক্স অফিসে ঝড় তোলার পর শাহিদ কাপুর এবার নিয়ে আসছে তাঁর এক অন্য অবতার। 

শাহিদ কাপুর (Shahid Kapoor) আগেও রোল, ক্যামেরা অ্যান্ড 'অ্যাকশনে' তাঁর অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। এই সিনেমায় তাঁকে দেখা যাবে এক পুলিসের চরিত্রে যিনি একটি হাই-প্রোফাইল মামলার তদন্ত করার সময় প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার জালের যে রহস্যের সমাধান করে। গতকাল ছবিটির নির্মাতারা টিজার (Deva teaser) প্রকাশ্যে আনে যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়াও এই ছবিতে শাহিদ কাপুরের নতুন অ্যাকশন লুকের প্রতি দর্শকরা বেশ আগ্রহী। 

আরও পড়ুন-   মক্কা থেকে ভাইরাল শাহরুখ-গৌরীর ছবি, বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন মেগাস্টারের স্ত্রী?

টিজারে শাহিদ কাপুরকে একেবারে নতুন এক রূপে দেখা যাচ্ছে। টিজার শুরু হতেই শাহিদকে নাচতে দেখা যায়। এরপর বিভিন্ন অ্যাকশন সিনের ছোট ছোট ক্লিপ দর্শকদের নজর কাড়ে। তবে টিজারের শেষে একটু ভিন্ন ও মজাদার লাইন দর্শকরা শুনতে পেয়েছে, 'আলা রে আলা দেব আলা', যা আরও আকর্ষণীয় করে তুলেছে।

আরও পড়ুন-  'আমার বরকে বিয়ে করবে? করো!', রবিনা ট্যান্ডনকে বলেছিলেন গোবিন্দা-পত্নী...

এই ছবি দেখে অনেকেরই মনে হতে পারে ২০১৩-র 'মুম্বই পুলিস'এর রিমেক তবে এই বিষয়ে নিশ্চিতভাবে জানা যায়নি। দেবা ছবিতে পূজা হেগড়ে,পাভেল গুলাটি, কুব্রা সেঠ ও প্রবেশ রানা অভিনয় করছেন। নির্মাতারা জানান খুব শীঘ্রই ছবির ট্রেলার আসতে চলেছে এবং ৩১ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে 'দেবা'(Deva)। যদিও ছবির মুক্তির তারিখে কিছু পরিবর্তন করা হয়েছে। শুরুতে ছবিটি ফেব্রুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে ভক্তদের জন্য ছবিটি দেখার অপেক্ষার সময় কিছুটা কমিয়ে ৩১ জানুয়ারি, ২০২৫-এ মুক্তি পাচ্ছে 'দেবা'(Deva)। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.