রণক্ষেত্র বারুইপুর স্টেশন

বিনা টিকিটের যাত্রীকে ধরা নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল বারুইপুর স্টেশন চত্বর।

Updated By: Oct 3, 2011, 01:03 PM IST

বিনা টিকিটের যাত্রীকে ধরা নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল বারুইপুর স্টেশন চত্বর।
উত্তেজিত জনতা আরপিএফের অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। আগুন ধরিয়ে দেয়।
আজ সকালে আপ ডায়মন্ডহারবার লোকালে অভিযান চালায় টিকিট পরীক্ষকরা।
বিনা টিকিটে যাওয়ার অভিযোগে আবদুল শেখ নামে এক যাত্রীকে টিকিট পরীক্ষকরা ধরেন।
ভয় পেয়ে যায় আবদুল। রটে যায় আরপিএফ ওই যাত্রীকে পিটিয়ে মেরে ফেলেছে। তারপরই অশান্তি ছড়িয়ে পড়ে।
আবদুলকে শেখকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতেও বারুইপুর স্টেশনে অশান্তি ছড়িয়েছিল।
জিআরপির হাতে বেধরক মার খেয়ে হাসপাতালে ভর্তি হন দুই যুবক।
স্থানীয় ক্লাবের দুই যুবক সুমন মণ্ডল ও অলোক নস্কর স্টেশন সংলগ্ন একটি হোটেলে খেতে যান।
সেই সময় বারুইপুর স্টেশনে পায়চারি করছিলেন জিআরপির দুই কর্মী। অভিযোগ তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন।
সেই সময় সুমন ও অলোক প্রতিবাদ করলে তাঁদের জিআরপি থানায় নিয়ে গিয়ে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ।

.