Gaatchora : 'ভালোবাসা পরে বোঝাবেন, আপনি আগে বানান ঠিক করুন', ট্রোলের মুখে 'গাঁটছড়া'
এভাবেই বাংলা ধারাবাহিক 'গাঁটছড়া'র গল্প এবার নতুন মোড় নিতে চলেছে।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![Gaatchora : 'ভালোবাসা পরে বোঝাবেন, আপনি আগে বানান ঠিক করুন', ট্রোলের মুখে 'গাঁটছড়া' Gaatchora : 'ভালোবাসা পরে বোঝাবেন, আপনি আগে বানান ঠিক করুন', ট্রোলের মুখে 'গাঁটছড়া'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/18/382800-5466545555.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভাই কুণালের বিয়ের দায়িত্ব স্ত্রী খড়ির(Solanki Roy) কাঁধে তুলে দিয়ে ঋদ্ধিমান (Gourab Chatterjee) গিয়েছিল ব্যবসার কাজে। তবে ফিরে এসে ঋদ্বিমান যখন দেখল ছোট বোন বনির সঙ্গেই ভাইয়ের বিয়ে দিয়েছে খড়ি। তখন সে বেজায় চটে গেল। এভাবেই বাংলা ধারাবাহিক 'গাঁটছড়া'র গল্প এবার নতুন মোড় নিতে চলেছে।
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'গাঁটছড়া'র নতুন প্রোমো সামনে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ঋদ্ধিমান খড়িকে বলছেন, 'এবার বড়লোকের বউ হওয়ার শাস্তি পেতে হবে। এবার আপনি আমার আসল রূপ দেখবেন।' এরপরই বারে গিয়ে স্ত্রীর সামনেই মদ্যপান করতে দেখা যাচ্ছে ঋদ্ধিমানকে। এইসব তো ঠিকই আছে, তবে গোল বাঁধল প্রোমোর নিচে লেখা ক্যাপশান দেখে। সেখানে লেখা 'ভালোবাসা কারে কয়'। থুড়ি 'কারে কয়' নয়, ভুলবশত সেখানে লেখা হয়েছে 'করে কয়'।
আরও পড়ুন-ট্রাফিক আইন ভাঙছেন? সিগনালে আটকাবেন করিনা
এই ভুল বানান নিয়েই শুরু হয়েছে হাসি, ঠাট্টা। নেটিজেনরা নানান মন্তব্য করেছেন....
'গাঁটছড়া'র গল্পে অনেক কষ্টে কাছাকাছি এসেছে খড়ি আর ঋদ্ধিমান। তবে ফের খড়ির উপর ঋদ্ধিমান বিরক্ত হওয়ায় উদ্বিগ্ন অনুরাগীরা। তাঁদের প্রশ্ন, তবে কি কুণাল-বনির বিয়ে ঘিরে ফের দূরত্ব তৈরি হবে খড়ি-ঋদ্ধিমানের? এর উত্তর অবশ্য ধারাবাহিকের গল্প এগোলে তবেই পাওয়া যাবে।