'বহু ট্যালেন্ট কোম্পানি অভিনেতাদের এই বিশেষ পরিষেবা দেন', মাদক নিয়ে বিস্ফোরক শিল্পা

 শিল্পার কথায়, শুধু বলিউড কেন, এই বিষয়টি বলিউডের বাইরেও ছড়িয়ে গিয়েছে।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Sep 23, 2020, 08:08 PM IST
'বহু ট্যালেন্ট কোম্পানি অভিনেতাদের এই বিশেষ পরিষেবা দেন', মাদক নিয়ে বিস্ফোরক শিল্পা

নিজস্ব প্রতিবেদন : বলিউডে মাদকচক্র নিয়ে গোটা দেশ সরগরম। উঠে এসেছে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুর, দিয়া মির্জাদের নাম। এই পরিস্থিতিতে বিস্ফোরক অভিনেত্রী তথা বিগ বস ১১ বিজেতা শিল্পা শিন্ডে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে শিল্পা স্পষ্ট জানান, বলিউডের পার্টিতে মাদক খুবই সাধারণ বিষয়। অনেক ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তাঁদের মক্কেলদের জন্য মাদকের ব্যবস্থা রাখেন। শিল্পার কথায়, শুধু বলিউড কেন, এই বিষয়টি বলিউডের বাইরেও ছড়িয়ে গিয়েছে।

শিল্পা শিন্ডে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, ''আমি ভাবিজির বিষয়টা নিয়ে যখন থানায় গিয়েছিলাম, তখন দেখেছি পুলিসের কাছে মেসেজ আসছে। আজ এই পার্টিতে রেড হবে, কাল ওখানে রেড হবে। সেগুলি কিন্তু সাধারণ পার্টি, বলিউড পার্টি নয়। আমি কোনও বলিউড বা কোনও অভিনেতাকে সমর্থন করছি, এমনটা ভাববেন না। আমি কাউলে তেল লাগাতে পারি না। যেটা হয় সেটাই বলছি। আর এটা সর্বত্রই হয়। আর বলিউডে এটা খুল্লামখুল্লা। সেলিব্রিটিদের নাম নেওয়া খুবই সহজ। লোকজন ওনাদের খারাপ অভ্যাসগুলো নিয়ে কথা বলতে ভালোবাসে। আমি দেখেছি অনেক অল্প বয়সীরা পরিবেশের কারণে নেশায় জড়িয়ে পড়ে। আর বলিউড তো গ্ল্যামারের জায়গা। যদিও বলিউডে অনেক ভালো লোকজনও আছেন।''

শিল্পা শিন্ডে আরও বলেন, ''হ্যাঁ, এটা সত্যি বহু ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যখন শিল্পীদের কাছে কোনও প্রস্তাব আনেন, তাঁরা এই পরিষেবাও দিয়ে থাকেন। অভিনেতা-অভিনেত্রীরাই জিজ্ঞেস করেন, তাঁরা কী বিশেষ সুবিধা দিচ্ছেন? এই পরিষেবাগুলি আছে কিনা? যেমন দীপিকার নাম এখন বেরিয়ে এসেছে। এটা ব্যক্তি বিশেষে নির্ভর করে। আমি ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলিকে দোষ দিচ্ছি না। শুধু কেওয়ান কেন, অনেক সংস্থাই রয়েছে, যাঁরা বিদেশে সেলেবদের নিয়ে যাওয়ার সময় এই সুবিধা দেন।''

প্রসঙ্গত, মাদক মামলায় উঠে এসেছে দীপিকার নাম। জানা যাচ্ছে ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে দীপিকা পাড়ুকোনের মাদক চ্যাট প্রকাশ্যে আসার পর থেকেই নিজের আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করেন অভিনেত্রী। সেই কারণেই গত ৩ দিন ধরে দীপিকা পাড়ুকোন কোনও শ্যুটিং করছেন না বলে খবর।  বুধবার বিকেলের মধ্যে দীপিকা পাড়ুকোনকে এনসিবির তরফে সমন পাঠানো হয়েছে।শুক্রবারের মধ্যে দীপিকাকে এনসিবির অফিসে হাজির হতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। দীপিকা ছাড়াও সারা আলি খান, রকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুরসিমন খাম্বাটাকেও সমন পাঠিয়েছে NCB।

.