রেশমিকে 'অশ্লীল' আক্রমণ সিদ্ধার্থের, মুখ খুললেন সহঅভিনেত্রী বৈষ্ণবী

প্রায় ৮০ জনের সামনে রেশমি দেশাই সম্পর্কে আলটপকা মন্তব্য করে, তাঁকে অপমান করেন সিদ্ধার্থ৷ টেলিভিশনের জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে এবার এভাবেই মুখ খুললেন বৈষ্ণবী ম্যাকডোনাল্ড৷ 

Edited By: জয়িতা বসু | Updated By: Dec 28, 2019, 07:30 PM IST
রেশমিকে 'অশ্লীল' আক্রমণ সিদ্ধার্থের, মুখ খুললেন সহঅভিনেত্রী বৈষ্ণবী

নিজস্ব প্রতিবেদন : দিল সে দিল তক-এর সেটে রেশমি দেশাইকে অপমান করেন (Sidharth Shukla) সিদ্ধার্থ শুক্ল৷ প্রায় ৮০ জনের সামনে রেশমি দেশাই সম্পর্কে আলটপকা মন্তব্য করে, তাঁকে অপমান করেন সিদ্ধার্থ৷ টেলিভিশনের জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে এবার এভাবেই মুখ খুললেন বৈষ্ণবী ম্যাকডোনাল্ড৷ 

আরও পড়ুন : পুলের জলে ন্যুড বিকিনিতে সারা, ভিডিয়োয় ঝড় তুললেন সইফ-কন্যা
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বৈষ্ণবী বলেন, দিল সে দিল তক-এর সেটে বেশ কয়েকবার রেশমিকে অপমান করেন সিদ্ধার্থ৷ রেশমি সম্পর্কে মানহানিকর মন্তব্য করতে পিছপা হননি সিদ্ধার্থ৷ রেশমির (Rashami Desai) সঙ্গে ঝামেলা শুরু হলে, সিদ্ধার্থের মুখে কোনও লাগাম থাকত না বলেও প্রকাশ্যে মন্তব্য করেন বৈষ্ণবী৷  কোনও কোনও সময় রেশমি সম্পর্কে সিদ্ধার্থের সেই মন্তব্য অশ্লীলতার পর্যায়েও চলে যেত বলে অভিযোগ করেন বৈষ্ণবী৷ যদিও বিষয়টি নিয়ে পালটা মন্তব্য করতে শোনা যায়নি সিদ্ধার্থ শুক্লকে৷

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

আরও পড়ুন :  'শরীর কাঁপছে থরথর করে', কুশলের শেষ কথা ভুলতে পারছেন না চেতন

প্রসঙ্গত, (Bigg Boss 13) বিগ বস ১৩-র ঘরে হাজির হয়ে রেশমি দেশাইয়ের সঙ্গে সিদ্ধার্থ শুক্ল-র অশান্তি শুরু হয়৷ এরপরই রেশমিকে একের পর এক কটাক্ষ করে, ক্যামেরার নজরে চলে আসেন সিদ্ধার্থ৷ যা নিয়ে এবার মুখ খুললেন বৈষ্ণবী ম্যাকডোনাল্ডের মতো বর্ষীয়ান অভিনেত্রী৷

.