Bipasha Basu: জন্মের কয়েক ঘন্টা পরেই প্রকাশ্যে ছবি, মেয়ের নাম কী রাখলেন করণ-বিপাশা?

Bipasha Basu: শনিবার বিপাশা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে জানান যে, তাঁদের প্রথম সন্তান কন্যা। ছোট বাচ্চার পায়ের ছবি পোস্ট করেছেন নায়িকা। তবে ছবিতেই মেয়ের নাম জানিয়ে দিয়েছেন বিপাশা ও করণ। 

Edited By: সৌমিতা মুখার্জি | Updated By: Nov 12, 2022, 05:36 PM IST
Bipasha Basu: জন্মের কয়েক ঘন্টা পরেই প্রকাশ্যে ছবি, মেয়ের নাম কী রাখলেন করণ-বিপাশা?

Bipasha Basu, Karan Singh Grover, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার সকালে প্রথম সন্তানের জন্ম দেন বিপাশা বসু। ছয় বছর আগে করণ সিং গ্রোভারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সুপারমডেল ও অভিনেত্রী। শনিবার বিপাশা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে জানান যে, তাঁদের প্রথম সন্তান কন্যা। ছোট বাচ্চার পায়ের ছবি পোস্ট করেছেন নায়িকা। তবে ছবিতেই মেয়ের নাম জানিয়ে দিয়েছেন বিপাশা। করণ ও তিনি মিলে মেয়ের নাম রেখেছেন দেবী বসু সিং গ্রোভার। কার্ডে লেখা, ‘আমাদের ভালোবাসা ও মায়ের আশীর্বাদের শারীরিক প্রতিফলন। সে ঐশ্বরিক।’ ক্যাপশনে শুধুই বিপাশা লেখেন, ‘আশীর্বাদধন্য’। বিপাশা ও করণকে শুভেচ্ছা জানিয়েছেন, দিয়া মির্জা, সোফি চৌধুরী, অরতি সিং থেকে শুরু করে আরও অনেকেই।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

কিছুদিন আগেই বিপাশার সাধের আয়োজন করেছিলেন তাঁর মা। একেবারে বাঙালি নিয়ম মেনেই সাধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। আশীর্বাদ পর্ব মিতে যাওয়ার পর 'মম-টু-বি'-র জন্য আয়োজন করা হয়েছিল পঞ্চব্যঞ্জনের। ভাত, রকমারি ভাজা, ডাল, তারকারি, মাংস, পায়েস এবং আরও নানা বাঙালি পদ সাজিয়ে দেওয়া হয়েছিল নায়িকার।সেদিন গোলাপী বেনারসিতে ধরা দিয়েছিলেন বং তনয়া, করণ সেজেছিলে সাদা পাঞ্জাবীতে।

আরও পড়ুন- Priyanka Chopra on Uttar Pradesh: ‘উত্তরপ্রদেশে সন্ধে নামলে মেয়েরা নিরাপদ নয়’, বিস্ফোরক প্রিয়াঙ্কা

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

এছাড়াও বেবি শাওয়ার পার্টি আয়োজন করা হয়েছিল বিপাশার জন্য। সেদিন বিপাশা পরেছিলেন গোলাপি গাউন ও করণ পরেছিলেন নীল স্যুট। ফুল এবং গোলাপি ও বেগুনি রঙের বেলুন দিয়ে সাজানো একটি দেওয়ালের সামনে ছবি ক্লিক করেছিলেন দু'জনে। দেওয়ালে লেখা ছিল, 'ছোট্ট বানর আসতে চলেছে!’

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

প্রসঙ্গত, ১৬ অগস্ট সকালে ইনস্টাগ্রামে করণের সঙ্গে জোড়া ছবি শেয়ার করে এই সুসংবাদ দিয়েছিলেন বিপাশা নিজেই। ইনস্টাগ্রামে বিপাশা লিখেছিলেন, 'জীবনে একটা নতুন সময় আসতে চলেছে। নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। জীবনের প্রিজমে একটা নতুন স্বতন্ত্র আলোক রেখা যোগ হতে চলেছে। আমরা যা ছিলাম, তার থেকে আরও একটু বেশি পরিপূর্ণ হতে চলেছি।'   

আরও পড়ুন-Shah Rukh Khan: মুম্বই বিমানবন্দরে শুল্ক দফতরের হাতে আটক শাহরুখ!

কিছুদিন আগেই স্ত্রী বিপাশার মা হতে চলা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন অভিনেতা করণ সিং গ্রোভার। তাঁর কথায়, 'অন্তঃসত্ত্বা অবস্থায় একজন মহিলা ঠিক কী কী অনুভূতির মধ্যে দিয়ে যেতে পারে, তার প্রতি মুহূর্তের সাক্ষী আমি। এই সময় একজন মহিলা কী কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যায়, তা ভাষায় প্রকাশ করা যায় না। শরীরের মধ্যে যেন একটা অলৌকিক কিছু ঘটে যাচ্ছে। ঈশ্বর, সৃষ্টিকর্তা যেন আমাদের বুঝিয়ে দিচ্ছেন নিঃস্বার্থ ভালোবাসা ঠিক কী হতে পারে। মাসের পর মাস আমি শুধু অবাক দৃষ্টিতে এর সাক্ষী থেকে যাচ্ছি, যার অনুভূতি সবসময় প্রকাশ করাও সম্ভব নয়।' 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.