রাম রহিমের বিরুদ্ধে মুখ খুলল বলিউড, ক্ষোভ উগরে দিলেন ক্রিকেটাররাও
ওয়েব ডেস্ক : ২০০২ থেকে ২০১৭ মাঝখানের সময়টা অনেকটাই। তবে শেষপর্যন্ত দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং। যদিও গারদের ওপারে গিয়েও বহাল তবিয়তেই রয়েছেন তিনি। জেলেও তাঁকে নিয়ে চলছে জামাই আদর।
এদিকে ডেরা সচ্চা সওদা প্রধানের গ্রেফতারির পর তার অনুগামীরা যেভাবে পঞ্জাব, হরিয়ানায় তাণ্ডব চালিয়েছে তার নিন্দায় সরব হয়েছে গোটা দেশ। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৩১ জনের। ওই দুই রাজ্যের বিভিন্ন এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। অশান্তি ছড়িয়েছে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদেও। তবে একজন ধর্ষককে কীভাবে কেউ সমর্থন করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিষয়টি নিয়ে সরব হয়েছে বলিউডও।
আরও পড়ুন- আম্বানিদের গণেশবন্দনায় চাঁদের হাট
অনুপম খের, টুইঙ্কল খান্না, ঋষি কাপুর, রবিনা ট্যান্ডন, এষা গুপ্তা সহ আরও অনেকেই টুইট করে নিজেদের মতামত জানিয়েছেন।
Our fault Babas exist as we turn towards them like silly sunflowers looking for the sun,forgetting that a halo is just a trick of the light!
— Twinkle Khanna (@mrsfunnybones) August 26, 2017
#RamRahimVerdict #Haryana pic.twitter.com/mmj3xxzoXN
— Farhan Akhtar (@FarOutAkhtar) August 25, 2017
Violence is what #GurmeetRamRahimSingh seems to have taught his followers. This is nonsense & Govt. needs to use full force to STOP it NOW.
— Anupam Kher (@AnupamPkher) August 25, 2017
Frauds.Blind faith in con people.Government must punish these fraudsters.Sukhwinder Kaur(Radhema)Gurmeet,Asaram,Nityananda.All Criminals! pic.twitter.com/1Sm2gqagBq
— Rishi Kapoor (@chintskap) August 25, 2017
Attach all Dera properties and sell them to compensate the national loss by arson and vandalism. Shame Gurmeet followers. No respect for you pic.twitter.com/Tgl03SYTpt
— Rishi Kapoor (@chintskap) August 25, 2017
The way the followers are reacting,rioting,itself proves what the cult was all about...saddened to see such shameful goons on the loose . https://t.co/HndVy2CjXB
— Raveena Tandon (@TandonRaveena) August 25, 2017
Again.. riots in the name of religion.. #RamRahimVerdict.. prayers with all those stuck in the riots stricken areas/states
— Esha Gupta (@eshagupta2811) August 25, 2017
I hope my friends and family are all safe in Chandigarh.Its a very sad state of affairs.Be safe
— bhumi pednekar (@psbhumi) August 25, 2017
তবে প্রথমে হরিয়ানাবাসীকে শান্ত থাকার আবেদন করে ফাপরে পড়েন বলিউডের জেন্টলম্যান সিদ্ধার্থ মালহোত্রা। পরে আবশ্য সিদ্ধার্থ জানান, রায় ঘোষণার আগে ওই টুইট করেছিলেন তিনি।
To all the people of Haryana , please stay safe. Hope you can see our film soon #Agentleman #PeaceAndLove
— Sidharth Malhotra (@S1dharthM) August 25, 2017
To people who are commenting on my morning tweets,they were made before the verdict ! Thoughts n prayers
— Sidharth Malhotra (@S1dharthM) August 25, 2017
শুধু বলিউডই নয়, 'ধর্ষক' রাম রহিমের তুলোধনা করেছেন ক্রিকেটার ও অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী খেলোয়াড় অভিনব বিন্দ্রা।
Wonder what Ram & Rahim are thinking about the 'Insaan' & his misdeeds today! A classic case of religion marketing! #PanchkulaViolence
— Gautam Gambhir (@GautamGambhir) August 26, 2017
Request everyone to please maintain calm and peace.
— Virender Sehwag (@virendersehwag) August 25, 2017
Do we really need self styled god men in the 21st century India? They are prey on gullible people. Today's events should make us think....
— Abhinav Bindra (@Abhinav_Bindra) August 25, 2017
তবে এক্ষেত্রে রাম রহিম প্রসঙ্গে অবশ্য ক্রিকেটার হরভজন সিং এর বক্তব্য ঠিক পরিস্কার নয়।
DON'T
Believe in everything you hear or you see. There are always 3 sides to every story---your's, theirs and the truth.
Good morning— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 26, 2017
আরও পড়ুন-জেলে 'জামাই আদরে'ই রাম রহিম, সঙ্গে রয়েছে মহিলা সহযোগীও