অস্কারে স্বপ্নভঙ্গ ভারতীয়র
অস্কারের মাত্র এক ধাপ দূরে স্বপ্নভঙ্গ হল আর এক ভারতীয়র। সেরা অরিজিনাল সং বিভাগে মনোনয়ন পেয়েছিলেন ভারতীয় গায়িকা বম্বে জয়শ্রী। `লাইফ অফ পাই` ছবিতে তাঁর লেখা ও গাওয়া `পাই লুলাবি` গানের জন্য। ওই বিভাগে `স্কাইফল` ছবির জন্য শেষ হাসি হাসলেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল। তবে সেরা অরিজিনাল সং-এর সম্মান না এলেও সেরা অরিজিনাল স্কোর-এর অস্কার এসেছে `লাইফ অফ পাই`-এর ঝুলিতে।
অস্কারের মাত্র এক ধাপ দূরে স্বপ্নভঙ্গ হল আর এক ভারতীয়র। সেরা অরিজিনাল সং বিভাগে মনোনয়ন পেয়েছিলেন ভারতীয় গায়িকা বম্বে জয়শ্রী। `লাইফ অফ পাই` ছবিতে তাঁর লেখা ও গাওয়া `পাই লুলাবি` গানের জন্য। ওই বিভাগে `স্কাইফল` ছবির জন্য শেষ হাসি হাসলেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল। তবে সেরা অরিজিনাল সং-এর সম্মান না এলেও সেরা অরিজিনাল স্কোর-এর অস্কার এসেছে `লাইফ অফ পাই`-এর ঝুলিতে।
সেরা অরিজিনাল স্কোর বিভাগে `লাইফ অফ পাই`-এর জন্য অস্কার জিতেছেন মাইকেল ডানা। ওই বিভাগে মনোনয়ন পেয়েছিল `অ্যানা কারেনিনা`, `আরগো`, `লিঙ্কন` ও `স্কাইফল`। অরিজিনাল স্কোর ছাড়াও সেরা পরিচালক (অ্যাং লি), সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা ভিস্যুয়াল এফেক্টেস নিয়ে মোট চারটি অস্কার জিতেছে `লাইফ অফ পাই`। যা এই বছরের অস্কারে সর্বোচ্চ।