কাঠুয়ায় শিশু কন্যার উপর নৃশংসতা, ক্ষোভে ফুঁসছেন সেলিব্রিটিরাও
অপহরণের পর বেশ কয়েক দিন ধরে গণধর্ষণের পর রাস্তায় ছুঁড়ে ফেলা হয় ওই শিশু কন্যার দেহ। যা নিয়ে ফুঁসছে গোটা দেশ।
নিজস্ব প্রতিবেদন : মাত্র ৮ বছরের শিশু কন্যাকে অপহরণ করে তাঁর উপর নৃশংস অত্যাচার চালানো হয়। অপহরণের পর বেশ কয়েক দিন ধরে গণধর্ষণের পর রাস্তায় ছুঁড়ে ফেলা হয় ওই শিশু কন্যার দেহ। যা নিয়ে ফুঁসছে গোটা দেশ।
আরও পড়ুন : কাঠুয়া গণধর্ষণ : ভয়ে, আতঙ্কে বাড়ি ছাড়ল নির্যাতিতার পরিবার
৮ বছরের শিশু কন্যার উপর যারা নৃশংস অত্যাচার চালিয়েছে, তাদের কঠোর শাস্তি হোক। এমনকী, ওই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে অনশন শুরু করেছেন স্থানীয়রা। আর এবার সাধারণ মানুষের সঙ্গে কাঠুয়া গণধর্ষণ নিয়ে সরব হলেন সেলিব্রিটিরাও। টলিউড থেকে বলিউড, ৮ বছরের শিশু কন্যার গণধর্ষণের বিষয়টি নিয়ে যেন ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন রুপোলি পর্দার তারকারাও। দেখুন সেলিব্রিটিদের টুইট..
কাঠুয়া গণধর্ষণ কাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সোনাম কাপুর..
Ashamed appalled and disgusted by fake nationals and fake Hindus. I cannot believe this is happening in my country. https://t.co/V8tKoo6viX
— Sonam Kapoor (@sonamakapoor) April 12, 2018
কাঠুয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কমল হাসান..
Does it have 2 b ur own daughter fr u 2 understand? She could’ve been mine. I feel angry as a man, father & a citizen fr failing Asifa. I m sorry my child v didn’t make this country safe enough fr U. I’ll fight fr justice at least fr future kids like u. V mourn u & won’t forget u
— Kamal Haasan (@ikamalhaasan) April 13, 2018
কাঠুয়া নিয়ে সুর চড়ালেন অক্ষয় কুমার..
Yet again we've failed as a society. Can't think straight as more chilling details on little Asifa's case emerge...her innocent face refuses to leave me. Justice must be served, hard and fast! https://t.co/xrW5RVffLe
— Akshay Kumar (@akshaykumar) April 12, 2018
শিশু কন্যার উপর নৃশংস অত্যাচারের প্রতিবাদে সরব পরিণিতি চোপড়া..
HOW do human beings go through evil acts on another human? During an act, how do they not stop? Is there no concience? No guilt? No regret? No humanity? HOWWW do you allow yourself to go through raping and killing a child?! Cannot understand it. #JusticeforAsifa
— Parineeti Chopra (@ParineetiChopra) April 12, 2018
কাঠুয়া নিয়ে টুইট করলেন নুসরত..
— Nusrat (@nusratchirps) April 13, 2018
কাঠুয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিমিও, রিটুইট করলেন পরিণিতি চোপড়ার পোস্ট..
HOW do human beings go through evil acts on another human? During an act, how do they not stop? Is there no concience? No guilt? No regret? No humanity? HOWWW do you allow yourself to go through raping and killing a child?! Cannot understand it. #JusticeforAsifa
— Parineeti Chopra (@ParineetiChopra) April 12, 2018