গান্ধীনগরে আত্মপ্রকাশ করছে `চিটাগঙ`
গান্ধীনগর ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম আত্মপ্রকাশ করছে মনোজ বাজপেয়ী অভিনীত `চিটাগঙ`। চলতি মাসের ৩০ থেকে সেপ্টেম্বরের ২ পর্যন্ত গুজরাটের গান্ধীনগরে এই ফেস্টিভ্যাল চলবে। এই ছবির পরিচালক বেদব্রত পাইন নাসার প্রাক্তন বিজ্ঞানী।
গান্ধীনগর ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম আত্মপ্রকাশ করছে মনোজ বাজপেয়ী অভিনীত `চিটাগঙ`। চলতি মাসের ৩০ থেকে সেপ্টেম্বরের ২ পর্যন্ত গুজরাটের গান্ধীনগরে এই ফেস্টিভ্যাল চলবে। এই ছবির পরিচালক বেদব্রত পাইন নাসার প্রাক্তন বিজ্ঞানী।
১৯৩০-এর ব্রিটিশ শাসনাধীন ভারতে এক স্কুল মাস্টারের নেতৃত্বে অল্পবয়েসী কয়েকজন ছেলেমেয়ে চট্টগ্রামের অস্ত্রাগার লুট করে। সেটাই ছিল ব্রিটিশ মিলিটারি ধাক্কা। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে সেই ঐতিহাসিক অস্ত্রাগার লুণ্ঠনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি।
মনোজ বাজপেয়ী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন নওয়াজ উদ্দীন সিদ্দিকি এবং রাজ কুমার যাদব। অনুরাগ কাশ্যপ ফিল্মস প্রাইভেট লিমিটেড এবং বোহ্রা ব্রাদার্স-এর ব্যানারে মুক্তি পাচ্ছে এই ছবি।
অক্টোবরের ১২ তারিখ সারা ভারতে মুক্তি পাচ্ছে `চিটাগঙ`।