পাকিস্তানি অভিনেতাদের নিয়ে বিস্ফোরক নানা পাটেকর
ওয়েব ডেস্ক: বলিউডে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের ব্যান করে দেওয়া উচিত! এই বিতর্কে এবার মুখ খুললেন বলিউড অভিনেতা নানা পাটেকর। "আগে দেশ, পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীর বিষয়টা পরে", মন্তব্য বলিউডের অন্যতম সেরা নায়ক নানার। "দেশের সৈনিকরাই হলেন আসল নায়ক", মত নানা পাটেকরের।
#WATCH Nana Patekar: Our real heroes are our jawans, artists like us are nothing in front of them, kalakar desh kay saamne khatmal hai. pic.twitter.com/RqknIbtayD
— ANI (@ANI_news) October 3, 2016
উরি হামলার পর ভারত-পাক সম্পর্কের অবনতি ও ভারতে পাকিস্তানের মদতে সন্ত্রাস নিয়ে উত্তাল হয় গোটা দেশ। পাকিস্তানের সঙ্গে কী অবস্থান নেবে ভারত, এই নিয়েও নানা মত দেন নানান মহলের ব্যক্তিত্বরা। পারদ আরও চড়ে যখন সীমান্ত রেখা লঙ্ঘন করে ভারতীয় সেনা জাওয়ানরা পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে। এরই মধ্যে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের ভারত ছাড়ার হুমকি দেয় সংঘ ঘনিষ্ঠ রাজনৈতিক দলগুলো। মাহিরা ও ফওয়াদ খানের পাশে দাঁড়ায় বলিউডের একাংশ। তাঁর মধ্যে একজন অবশ্যই পরিচালক করণ জহর। তবে ভারত ছাড়েন ফওয়াদরা। পাকিস্তানেও ব্যান করে দেওয়া হয় বলিউড সিনেমা। এই পরিস্থিতিতে দেশকেই আগে সবার থেকে আগে জায়গা দিলেন নানা পাটেকর। নাম না করেই বলিউডের একাংশের বিরুদ্ধেই বিস্ফোরক নানা, "আমাদের কথা পরে, দেশ নিয়ে ভাবুন, আমাদের মানে আপনি নিশ্চয় (এক সাংবাদিককে উত্তর) জানেন"।