সাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সলমন খান
একে অপরের প্রেমে যেন মশগুল দুজনে
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![সাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সলমন খান সাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সলমন খান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/12/19/224605-saaaiii-slmn.jpg)
নিজস্ব প্রতিবেদন: সাই মঞ্জরেকরের (Saiee Manjrekar) সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সলমন খান৷ কখনও মন্দিরে গিয়ে দুজনে একসঙ্গে প্রার্থনা করছেন, আবার কখনও ধানের ক্ষেতে গিয়ে সাইয়ের ছবি আঁকছেন সলমন৷ (Bollywood) বলিউড ভাইজানের সঙ্গে সম্প্রতি এভাবেই নিজের সম্পর্কের বাঁধনে বাঁধা পড়লেন সাই মঞ্জরেকর৷
কি অবাক হয়ে যাচ্ছেন শুনে! ভাবছেন, মহেশ মঞ্জরেকরের মেয়ের সঙ্গে কীভাবে সম্পর্কে জড়ালেন সলমন৷
আরও পড়ুন : বিকিনি পরেই ফটোশ্যুট করলেন অন্তঃসত্ত্বা কল্কি, ভাইরাল অভিনেত্রীর ছবি
তাহলে দেখুন...
হ্যাঁ ঠিক ই ধরেছেন, দাবাং থ্রি-র কথাই বলা হচ্ছে৷ পরিচালক প্রভু দেবার এই সিনেমায় সলমন খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সাই মঞ্জরেকর৷ এই সিনেমায় সলমন খানের প্রথম জীবনের প্রেমিকার ভূমিকায় অভিনয় করছেন সাই৷ (Dabangg 3) দাবাং থ্রি-তে (Salman Khan) সলমন খান এবং সাই মঞ্জরেকরের সঙ্গে (Sonakshi Sinha) সোনাক্ষী সিনহা এবং কিচা সুদীপও রয়েছেন৷ সলমনের অনস্ক্রিনের স্ত্রী রাজ্জোর ভূমিকায় দেখা যাবে সোনাক্ষীকে৷ অন্যদিকে কিচা সুদীপকে অভিনয় করতে দেখা যাবে ভিলেনের চরিত্রে৷