Dev Adhikari | Ghatal Election Results 2024: 'বলেছিলাম ভালবাসা দিয়েও জেতা যায়', দেব-ভূমি অক্ষত রেখে হৃদয় ছুঁলেন অভিনেতা

Dev Adhikari Reaction After Massive Win in Ghatal: ঘাটালে বিপুল ভোটে জিতে ফের একবার হৃদয় জয় করলেন দেব।

Updated By: Jun 4, 2024, 09:50 PM IST
Dev Adhikari | Ghatal Election Results 2024: 'বলেছিলাম ভালবাসা দিয়েও জেতা যায়', দেব-ভূমি অক্ষত রেখে হৃদয় ছুঁলেন অভিনেতা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) পর বাংলার সিনেমার সবচেয়ে বড় সুপারস্টারের নাম দীপক অধিকারী (Deepak Adhikari) ওরফে দেব (Dev)। অভিনেতার পাশাপাশি পাল্লা দিয়ে রাজনীতিটাও চুটিয়ে করেন। তবে তিনি ব্য়তিক্রমী সাংসদ। যাঁর রাজনীতির অভিধানে আক্রমণের মতো শব্দ নেই। যাঁর মুখের ভাষা শালীনতার বেড়া টপকায় না। বিরোধীদের তোপ দাগেন না। 

আরও পড়ুন: Nusraat Faria: না পেরে সমুদ্রেই লীলাখেলায় নুসরত! সুন্দরীকে খুলতে দেখেই 'অশ্লীল যুগের নায়িকা'রাও...

যিনি অকপটে নিজের এক্স হ্য়ান্ডেলে লিখতে পারেন, 'ঘাটালে এবার ৫০৭২৪ জন নতুন ভোটার, প্রথম সব কিছুই খুব আনন্দের হয়। তোমরা যাকেই ভোট দাও, তোমাদের সবাই কে আমার শুভেচ্ছা।' তিনিই আবার লেখেন, 'আপনাদের ভোট, আপনাদের অধিকার। যেই সরকার সবসময় আপনাদের পাশে থাকবে, আপনাদের কথা ভাববে ও আপনাদের অধিকারের জন্য লড়াই করবে, আপনারা সেই সরকার এর হাতটা শক্ত করুন।'

দেব সম্ভবত একটা মন্ত্রই জানেন, সেই মন্ত্রটা ভালোবাসার। 'দেব-ভূমি' ঘাটাল অক্ষত রেখে দেবের মুখে সেই ভালোবাসারই কথা। তৃণমূলের কংগ্রেসের প্রকৃত অর্থেই স্টার প্রার্থী দেব। মঙ্গলের ভোট রেজাল্টে উড়িয়ে দিলেন বিজেপির অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। দেব লক্ষাধিকেরও বেশি ভোটে জিতে হ্য়াটট্রিক করলেন। ২০১৪ এবং ২০১৯ সালের পর ২০২৪। 

বিরাট ভোটে জিতে দেব তাঁর সোশ্য়াল মিডিয়া ভিডিয়ো পোস্ট করে লিখলেন, 'আমি বলেছিলাম ভালবাসা দিয়েও জেতা যায়, ধন্যবাদ জানাই ঘাটাল লোকসভার মানুষকে ভালোবাসাকে সমর্থন করার জন্য। আমাদের দলের সব নেতা ও কর্মীদের ধন্যবাদ। এই জয় আপনাদের জয়। মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি কে ধন্যবাদ।' দেবের এই পোস্টও ঝড় তুলে দিয়েছে। 

আরও পড়ুন: Subhashree Ganguly: রাজকে ছাড়াই এবার স্বাবলম্বী, সাহসী পদক্ষেপ শুভশ্রীর...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.