Devoleena Bhattacharjee: 'আমার বিয়ে, আমার সন্তান, আমার ধর্ম, আমি বুঝব! আপনি কে?...'

 যদিও ওই ব্যক্তি ট্যুইটটি বর্তমানে মুছে দিয়েছেন। তবে তার প্রশ্ন ছিল দেবলীনার সন্তানের ধর্ম কী হবে হিন্দু না মুসলিম। একথা শোনার পরই চটেছেন অভিনেত্রী। ট্যুইটে দেবলীনা লিখলেন, ''আমার সন্তানেরা হিন্দু বা মুসলিম যাইই হোক, তাতে আপনি প্রশ্ন করার কে?'

Updated By: Dec 18, 2022, 02:20 PM IST
Devoleena Bhattacharjee: 'আমার বিয়ে, আমার সন্তান, আমার ধর্ম, আমি বুঝব! আপনি কে?...'
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সদ্য বিয়ে সেরেছেন বিগ বস খ্যাত অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড ও জিম ট্রেনার শাহনওয়াজ শেখের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। মুম্বইয়ে খুব ঘরোয়া অনুষ্ঠানে অত্নীয়-স্বজন ও বন্ধুদের নিয়ে বিয়ে সেরেছেন তিনি। এই পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু মাত্রা ছাড়িয়ে গেল ট্রোলারদের কথায়। বিয়ের পর থেকেই ধর্ম নিয়ে নানা কথা শুনতে হচ্ছে নব দম্পতিকে। এদিন ট্যুইটারে এক নেটিজেন দেবলীনা ও শাহনাওয়াজের ভবিষ্যত সন্তানের ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন। আর তাতেই মেজাজ হারিয়েছেন দেবলীনা। 

আরও পড়ুন, Debanjali B Joshi: ‘রিয়ালিটি শোয়ে জায়গা পেতে দুঃখের গল্প জরুরি’

ট্রোলারের জবাবে তাঁর সাফ বক্তব্য, 'আমার বিয়ে, আমার সন্তান, আমার ধর্ম, আমার নিয়ম! আপনি কে?...'। যদিও ওই ব্যক্তি ট্যুইটটি বর্তমানে মুছে দিয়েছেন। তবে তার প্রশ্ন ছিল দেবলীনার সন্তানের ধর্ম কী হবে হিন্দু না মুসলিম। একথা শোনার পরই চটেছেন অভিনেত্রী। ট্যুইটে দেবলীনা লিখলেন, ''আমার সন্তানেরা হিন্দু বা মুসলিম যাইই হোক, তাতে আপনি প্রশ্ন করার কে? এতই যদি বাচ্চাদের নিয়ে চিন্তা তাহলে দেশে অনেক অনাথ আশ্রম রয়েছে সেখানকার শিশুদের দত্তক নিন এবং তাদের নাম ও ধর্ম ঠিক করুন। আমার বিয়ে, আমার সন্তান, আমার ধর্ম, আমার নিয়ম, আপনি বলার কে?'' #toxic

আরও একটি ট্যুইটে তিনি বলেন, ''বিষয়টা আমার বর আর আমার উপর ছেড়ে দিন। আমরা বুঝে নেব। অন্যের ধর্ম নিয়ে গুগল সার্চ করার বদলে নিজের ধর্ম নিয়ে ভাবুন। ভালো মানুষ হন। এটুকু আমি জান যে আপনার মতো মানুষদের থেকে জ্ঞান নেবার প্রয়োজন নেই।'' প্রসঙ্গত, দেবলীনার পাত্র বিশাল সিং নন, তিনি হলেন তাঁর প্রেমিক সোনু। সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিলেন দেবলীনা নিজেই। 

আরও পড়ুন,  'এরপর তো পোশাক ছাড়াই সামনে আসবে...' 'পাঠান' বিতর্কে খোঁচা শক্তিমানের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.