শুটিং সেটে অসুস্থ অক্ষয়, দৌঁড়ে গেলেন চিকিত্সক

অসুস্থ হওয়া সত্ত্বেও কাজ বন্ধ করেননি অক্ষয় কুমার। গায়ে ধুম জ্বর  নিয়েই শুটিং শেষ করেন বলিউড খিলাড়ি। কিন্তু, অভিনেতার অসুস্থতার খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন তাঁর ভক্তরা।

Updated By: Nov 30, 2017, 04:47 PM IST
শুটিং সেটে অসুস্থ অক্ষয়, দৌঁড়ে গেলেন চিকিত্সক

নিজস্ব প্রতিবেদন : বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা তিনি। ২০১৮ সালে তাঁর ৫টি সিনেমা মুক্তি পাবে।  ফলে, অক্ষয় কুমারের হাতে এখন আর সময় নেই বেশি। কিন্তু, তার মাঝেই শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়লেন বলিউডের ওই অভিনেতা। 

আরও পড়ুন : বিয়ের আগে 'মাতা কি চৌকি', হবু বরের সঙ্গে পুজো সেরে নিলেন ভারতী, দেখুন ভিডিও 

জানা যায়, 'গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের' শুটিং করার সময় অসুস্থ হয়ে পড়েন অক্ষয় কুমার।  বলিউড খিলাড়ির অসুস্থতার খবর পেয়ে সঙ্গে সঙ্গে চিকিত্সক ডাকা হয়।  কিন্তু, জ্বর  এবং হাত-পা ব্যথা হওয়া সত্ত্বেও শুটিং শেষ করেন আক্কি। শরীর খারাপ বলে ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাননি তিনি। কাজের প্রতি অক্ষয় কুমারের এই নিষ্ঠা দেখেই ফের উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। শরীর খারাপ থাকা সত্ত্বেও অক্ষয় যে কাজ করতে কখনও পিছপা হন না, তা ফের প্রমাণ করলেন 'রুস্তম' অভিনেতা।

তবে শুটিং সেটে অসুস্থ হয়ে পড়ায়, উতলা হয়ে পড়েন অক্ষয়ের ভক্তরা। যদিও, আপাতত তিনি  ভাল আছেন বলেই জানানো হয়েছে।

.