অষ্টমীতে মণ্ডপে দেখা গেল অমিতাভ - জয়াকে

অষ্টমীর সকালে মুম্বইয়ের উত্তর শহরতলির খারে একটি দুর্গা মণ্ডপে যান অমিতাভ ও জয়া। সেখানে মাটিতে বসে পুজো দেখেন তাঁরা। অমিতাভ জয়ার উপস্থিতি ঘিরে মণ্ডপে ছিল কড়া নিরাপত্তা। 

Updated By: Oct 17, 2018, 03:53 PM IST
অষ্টমীতে মণ্ডপে দেখা গেল অমিতাভ - জয়াকে

নিজস্ব প্রতিবেদন: বাঙালি মানেই দুর্গাপুজো, দুর্গাপুজো মানেই বাঙালি। বাংলা থেকে তিনি যত দূরেই থাকুন বা প্রবাসী হোন কয়েক দশক ধরে, পুজোর দিনে প্যান্ডেলে হাজিরা না দিলে বছরভরের আক্ষেপ থেকে যায় প্রত্যেক বাঙালির। সাধারণ হোন বা বিশেষ কেউ, পুজোর উন্মাদনায় প্রত্যেকের আবেগ একই রকম। তাই নিয়ম মেনে প্রতি পুজোয় মণ্ডপে হাজির হন মুম্বই প্রবাসী সেলিব্রিটিরা। যেমন অষ্টমীর সকালে মণ্ডপে দেখা গেল বঙ্গতনয়া জয়া বচ্চন ও বাংলার জামাই অমিতাভকে। সঙ্গে ছিলেন তাঁদের কন্যা শ্বেতা। 

অষ্টমীর সকালে মুম্বইয়ের উত্তর শহরতলির খারে একটি দুর্গা মণ্ডপে যান অমিতাভ ও জয়া। সেখানে মাটিতে বসে পুজো দেখেন তাঁরা। অমিতাভ জয়ার উপস্থিতি ঘিরে মণ্ডপে ছিল কড়া নিরাপত্তা। 

এদিন জয়া ও শ্বেতা পড়েছিলেন হালকা রঙের শাড়ি। অমিতাভের পরণে ছিল পাঞ্জাবি ও জহরকোট। তবে এদিন অভিষেক বা ঐশ্বর্যকে দেখা যায়নি জয়া ও অমিতাভের সঙ্গে। 

বীর সন্তান লাভের জন্য বীরাষ্টমী ব্রত পালন করেন মহিলারা!

দীপাবলির আগে মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চনের ছবি 'ঠগস অব হিন্দোস্তান'। ধর্ম প্রযোজনা সংস্থার এই ছবির প্রচারে এখন তুমুল ব্যস্ত অমিতাভ। ছবিতে অমিতাভ ছাড়াও রয়েছেন অমির খান, ক্যাটরিনা কাইফ ও ফতেমা শানা শেখ। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির ঝলক। মুক্তি পেয়েছে ছবিটির একটি গানও।

১৯৭১ সালে গুড্ডির সাফল্যের পর থেকে মুম্বই প্রবাসী জয়া। অমিতাভের সঙ্গে বিয়ের পর সেই শহরের পাকাপাকি বাসিন্দা হন তিনি। তবে দীর্ঘ প্রবাসের পরেও দুর্গাপুজোর প্রতি যে তাঁর টান এতটুকু কমেনি তা ফের বোঝা গেল অষ্টমীর সকালে। 

.