লিপস্টিক আন্ডার মাই বুরখা: পোস্টারে থাকা মিডল ফিঙ্গার নিয়ে মুখ খুললেন একতা কাপুর
ওয়েব ডেস্ক: বিতর্ক যেন পিছুই ছাড়ছে না অলংকৃতা শ্রীভাস্তভের। প্রথমে 'লিপস্টিক আন্ডার মাই বুরখা'র সার্টিফিকেশন নিয়ে আপত্তি, এরপর প্রশ্ন উঠছে সিনেমার পোস্টার নিয়ে। "মহিলাদের খারাপ ভাবে চিত্রায়িত করা হয়েছে", এই অভিযোগ এনেই 'লিপস্টিক আন্ডার মাই বুরখা'র 'এ' সার্টিফিকেট আটকে দিয়েছে বোর্ড। এবার সিনেমার পোস্টারে 'মিডল ফিঙ্গার' নিয়েও আপত্তি জানাল সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন। আর সেন্সর বোর্ডের এই আপত্তির পাল্টা জবাব দিলেন প্রযোজক একতা কাপুর। তাঁর মত, "আমার সঙ্গে সিবিএফসি'র কোনও দ্বন্দ্ব নেই। আমার সমস্যাটা সমাজকে নিয়ে। বোর্ডের মতই সমাজও এই একই ভাবনায় বিশ্বাসী, শুধু পথটা আলাদা। সিবিএফসি আসলে সমাজেরই প্রতিবিম্ব। এটা একটা বৃহৎ ইস্যু। কোনও মহিলাকে গিয়ে জিজ্ঞেস করুন, প্রতিদিন অন্তন ৫টা করে ঘটনার কথা বলতে পারবে যেখানে প্রতিনিয়ত তাদের ওপর শোষণ চলছে। এই মধ্যাঙ্গুলী (মিডল ফিঙ্গার) সেই প্রতিটি মানুষের জন্য, যারা প্রতিদিন কোনও না কোনও ভাবে আমাদের কণ্ঠরোধ করতে চাইছে।"