''সব স্ট্রিমিং প্ল্যাটফর্মই আদপে পর্ন হাব'', 'ইরোজ নাও' টুইট বিতর্কে মন্তব্য কঙ্গনার

অভিনেত্রীর কটাক্ষ, ''সব স্ট্রিমিং প্ল্যাটফর্মই আদপে পর্ন হাব।''

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Oct 22, 2020, 05:51 PM IST
''সব স্ট্রিমিং প্ল্যাটফর্মই আদপে পর্ন হাব'', 'ইরোজ নাও' টুইট বিতর্কে মন্তব্য কঙ্গনার

নিজস্ব প্রতিবেদন:  'ইরোজ নাউ'-এর নবরাত্রী টুইট বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া। তারই মাঝে সংস্থাকে এবার একহাত নিলেন কঙ্গনা রানাউত। অভিনেত্রীর কটাক্ষ, ''সব স্ট্রিমিং প্ল্যাটফর্মই আদপে পর্ন হাব।''

'ইরোজ নাউ'-কে একহাত নিয়ে টুইটারে কঙ্গনা লেখেন, ''আমাদের সকলকে হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস বাঁচিয়ে রাখতে হবে। একটা বড় অংশের দর্শক টানতে কিছু অশালীন বিষয়বস্তু বেছে নেওয়া হচ্ছে। শিল্পের ডিজিটালাইজেশন সঙ্কটের মুখে। সমস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি পর্ন হাবে পরিণত হয়েছে।  লজ্জা, ইরোজ নাও''।

আরও পড়ুন-''ছোট্ট চিরু ফিরে এসেছে'', অভিনেতা চিরঞ্জবী সারজার মত্যুর ৪ মাস পর মা হলেন মেঘনা রাজ

প্রসঙ্গত, নবরাত্রীর শুভেচ্ছা জানিয়ে প্রযোজনা সংস্থা 'ইরোজ নাউ'-এর ওয়েব প্ল্যাটফর্মের তরফে একটি  টুইট করা হয়। যেখানে সলমন খান, রণবীর সিং ও ক্যাটরিনা কাইফের ছবি ব্যবহৃত হয়। ছবির সঙ্গে এমনকিছু লেখা ব্যবহার করা হয়, তাতে শালীনতা ভঙ্গের অভিযোগ ওঠে। নেটদুনিয়ার অনেকেই 'ইরোজ নাও'-কে বয়কটের ডাক দেন।

যদিও টুইট ঘিরে তুমুল বিতর্কের মুখে 'ইরোজ নাও'-এর তরফে টুইটটি তুলে নেওয়া হয় এবং ক্ষমাও চেয়ে নেওয়া হয়।

আরও পড়ুন-'ড্রাকুলা স্যার'-এর স্পেশাল স্ক্রিনিং, সাবধানতা মেনেই হাজির তারকারা

.