ফের মা হচ্ছেন এষা দেওল

 একটু মজাদার ভাবেই নিজের দ্বিতীয়বার মা হওয়ার খবর শেয়ার করেছেন অভিনেত্রী।

Updated By: Jan 21, 2019, 06:57 PM IST
ফের মা হচ্ছেন এষা দেওল

নিজস্ব প্রতিবেদন: ফের মা হচ্ছেন হেমা মালিনী কন্যা এষা দেওল। নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানিয়েছেন এষা। সোশ্যাল মিডিয়ায় একটু মজাদার ভাবেই নিজের দ্বিতীয়বার মা হওয়ার খবর শেয়ার করেছেন অভিনেত্রী।

দেড় বছরের মেয়ে রাধ্যার ছবি দিয়ে লেখা হয়েছে ''আমি এবার দিদি হতে চলেছি।''  এষার এভাবে মা হওয়ার কথা ঘোষণার বিষয়টা খানিকটা শাহিদ-মীরার দ্বিতীয়বার মা হওয়ার ঘোষণার মতোই ছিল। দ্বিতীয়বার মা-বাবা হওয়ার খবর শাহিদ ও মীরা তাঁদের মেয়ে মিশার ছবি দিয়েই জানিয়েছিলেন। সেখানে লিখেছিলেন ''বড় দিদি। ''

আরও পড়ুন-এবার একই পর্দায় দুই কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহ

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

এষার এই পোস্ট দেখে তাঁর স্বামী ভারত লেখেন, মেয়ে রাধ্যা ও আমার দুজনের তরফেই রইল অনেক শুভেচ্ছা। গত ২০১২ সালে ডিসেম্বর মাসে ভারত তাখতানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন হেমা মালিনী ও ধর্মেন্দ্র কন্যা এষা দেওল। ২০১৭ সালে ২৩ অক্টোবর মাসে কন্যা সন্তানের জন্য দেন এষা। নাম রাখেন রাধ্যা। জানিয়েছিলেন রাধা থেকে রাধ্যা নামের উৎপত্তি। যার অর্থ আরাধনা। এষার স্বামী ভারত সেসময় জানান, এষা ও আমি দুজনে মিলেই আমি রাধ্যা নামটা রেখেছি। এবার তাঁদের দ্বিতীয় সন্তানের নাম রাখার পালা। 

আরও পড়ুন-আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মণিকর্ণিকার প্রযোজক!

.